কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৭:৪৮, ১৬ মার্চ ২০২৩
আগুনে পুড়ে ছাই হলো দরিদ্র গোবিন্দ মল্লিকের ঘরবাড়ি
ক্ষতিগ্রস্থ দরিদ্র হর গোবিন্দ্র মল্লিক। ছবি- আই নিউজ
‘বাবারে আমার গায়ে লুঙ্গী গেঞ্জী ও আমার স্ত্রীর পরনে পুরাতন একটা শাড়ি ছাড়া সব পুড়ে ছাই হয়ে গেছে’। এভাবেই কান্না জড়িত কন্ঠে গণমাধ্যম কর্মীদের কাছে পুড়ে যাওয়া ঘর ও দোকানের কথা বলে বলে আহাজারি করছিলেন দরিদ্র হর গোবিন্দ মল্লিক।
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার পৌর এলাকায় আগুনে বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (১৬মার্চ) ভোর ৪টায় স্থানীয় হর গোবিন্দ মল্লিক এর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার ১ঘন্টা পরে তারা আসে। ততোক্ষণে ভিতরে আগুনে পুরো বসতঘর, দোকান জ্বলে ছাই হয়ে যায়।
এদিকে আগুন লাগার পর ঘটনাস্থালে গিয়ে দেখা যায়, স্থানীয়রা চাল, ডাল, টাকা দিয়ে সহযোগীতা করছেন ক্ষতিগ্রস্থ গোবিন্দ মল্লিককে। স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগীতা চেয়ে পোস্ট দিচ্ছে।
আগুনে পুড়ে গেছে হর গোবিন্দ মল্লিকের ঘরের পুরোটাই। ছবি- সাজু মারছিয়াং
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে লাফ মেরে ঘর থেকে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে নিয়ে বাহিরে চলে আসেন হর গোবিন্দ মল্লিক। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়লে এ সময়ের ভিতরে সব পুড়ে চাই হয়ে যায়।
বাড়ির মালিক হর গোবিন্দ মল্লিক জানান, আমি আর আমার স্ত্রী এ বাড়িতে থাকি। আমাদের তিনটা মেয়ে ছিল তাদের বিয়ে দিয়ে দিছি। কোন ছেলে সন্তান নাই। একা স্ত্রী ও আমি এ ঘরে থাকি। আমাদের ঘরের সাথে সংযুক্ত চায়ের দোকান। চা বেচে দোকান থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চলে দুজনের। আমাদের ঘরে যা ছিল সব পুড়ে গেছে। কিছু রইলো না। কীভাবে কি করবো কিছু বুঝতে পারছি না। কোথায় থাকবো, কী খাবো,কিভাবে সংসার চালাবো চিন্তায় এখন দিন পার করছি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার অজিৎ কুমার সিংহ জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা বেরিয়ে পড়ি। কিন্তু যারা আমাদের ফোন দিয়ে জানিয়েছে তারা সঠিক তথ্য দিকে পারেনি। যার কারণে পৌছাতে আমাদের কিছুটা সময় লাগে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি।
তবে ঠিক কী কারণে এ আগুনের সুত্রপাত তা এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’