আই নিউজ ডেস্ক
আপডেট: ১৮:৫৮, ১৭ মার্চ ২০২৩
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
মৌলভীবাজারে নানা আয়োজনে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদের নেতৃত্বে শ্রদ্ধা জানায় মৌলভীবাজার স্বাস্থ্য বিভাগ। শ্রদ্ধা জানান সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনসহ বীরমুক্তিযোদ্ধাগণ। আরো শ্রদ্ধা জানায়- জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলী, শ্রমিক লীগ, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, জেলা মৎস্য অধিদফতর, পাসপোর্ট অফিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
এ সময় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফ উদ্দীন, জেষ্ঠ্য সহকারী কমিশনার উর্মি রায়, জেষ্ঠ্য সহকারী কমিশনার মীর রাশেদুজ্জামান রাশেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাদিয়া সুলতানাহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ। জেলা পুলিশের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরী প্রমুখ।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, শাহ মোহাম্মদ আলী শাহেদ, অপূর্ব কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, অজয় সেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং জেলা তাঁতী লীগ সভাপতি আলী হায়দার, শিল্প ও বাণিজ্য সম্পাদক আবু সুফিয়ান, উপ-দপ্তর সম্পাদক নিখিল রঞ্জন দাশ, সদস্য সাইফুর রহমান বাবুল, আক্তারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, শ্রমিক লীগ সভাপতি আসাদ হোসেন মক্কু, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রী পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, প্রদীপ চন্দ্র নাহা ও সুশিপ্তা দাশ।
আরও পড়ুন
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’