নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৮:২১, ২০ মার্চ ২০২৩
২২ মার্চ রাজনগরকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের উপহারের ঘর। ছবি- সংগৃহীত
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২২ মার্চ ২ শতক জমি ও বসতঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যায়ে মৌলভীবাজারসহ সিলেটে মোট ৩৬৩৮টি ভূমি ও গৃহহীন পরিবারকে উপহারের ঘর ও জমি হস্তান্তর করাব হবে। একই সঙ্গে এদিন প্রধানমন্ত্রী কর্তৃক রাজনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
সোমবার (২০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- চতুর্থ পর্যায়ে দেশে আরও ৩৯ হাজার ৩৬৫টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর দিবে সরকার। যার মধ্যে সিলেট বিভাগের চারটি জেলায় মোট ৩৬৩৮টি ঘর প্রদান করা হবে।
মৌলভীবাজার জেলায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৪টি এবং ৪র্থ পর্যায়ের ৮৮০টি সহ মোট ১০০৪টি উপহারের ঘর আগামী ২২ মার্চ উদ্বোধন করা হবে।
উদ্বোধনযোগ্য মোট ১০০৪টি ঘরের মধ্যে সদর উপজেলায় ১৬৭টি, রাজনগর উপজেলায় ১৫৪টি, কুলাউড়া উপজেলায় ৬৪টি, জুড়ী উপজেলায় ১৬২টি, বড়লেখা উপজেলায় ১০৯টি, কমলগঞ্জ উপজেলায় ২০০টি এবং শ্রীমঙ্গল উপজেলায় ১৪৮টি ঘর রয়েছে।
রাজনগর উপজেলায় সর্বশেষ তালিকা অনুয়ায়ী মোট ৩৬৩ জন গৃহহীন ছিল। এর মধ্যে ১ম পর্যায়ে ৯৮ জন, ২য় পর্যায়ে ৫০ জন, ৩য় পর্যায়ে ৫৯ জন এবং ৪র্থ পর্যায়ে ১৪৭ জনকে গৃহ প্রদান করা হয়। বাকি ৯ জনকে স্থানীয় সহায়তায় গৃহ প্রদান করা হয়েছে।
আগামী ২২ মার্চ, ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রাজনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে বলেও জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার জেলার মোট ৪৬১১ জন গৃহহীন ও ভূমিহীন এর মধ্যে ইতোমধ্যে, ১ম পর্যায়ে ১১২৬টি, ২য় পর্যায়ে ১১৫১ টি উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে নির্মিত ৭৭৯টি ঘরের মধ্যে ৬৫৫টি ঘর আগেই হস্তান্তর করা হয়েছে এবং অবশিষ্ট ১২৪টি ঘর আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ হস্তান্তর করা হবে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’