সাজু মারছিয়াং
নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে কিশোর কিশোরী ক্লাব
কিশোর কিশোরী ক্লাবের ক্ষুদে সদস্যরা। ছবি- সাজু মারছিয়াং
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জে পৌরসভা ও নয়টি ইউনিয়নে একটি করে কিশোর কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে। কিশোর কিশোরীদের এই ক্লাব গুলোতে জীবন দক্ষতা, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, শিশু অধিকার, নারী অধিকার, জেন্ডার বিষয়ক বৈষম্য দূর করা, যৌন নিপীড়ন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে ক্লাব সদস্যদের ধারণা দেওয়া হয়।
ক্লাবগুলোতে কার্যক্রম পরিচালনা করায় সমাজ ব্যবস্থায় সচেতনতা সৃষ্টি হয়েছে। ফলে পরিবার, সমাজ সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে কিশোর কিশোরীরা ইতিবাচক ভূমিকা রাখতে পারছে।
কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পোরসভায় একটি করে প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাব রয়েছে। ক্লাবগুলোতে একজন আবৃত্তি শিক্ষক ও একজন সংগীত শিক্ষক রয়েছেন। এ দশটি ক্লাবের জন্য দুইজন জেন্ডার প্রোমোটারও রয়েছেন।
প্রতিটি ক্লাবে ৩০ জন সদস্য রয়েছে। তার মধ্যে ২০ জন কিশোরী ও ১০ জন কিশোর।প্রতিটি ক্লাবে সপ্তাহে দুই দিন কিশোর কিশোরীদের নিয়ে ক্লাস নেওয়া হয় ও শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর নাস্তা প্রদান করা হয়।
সম্প্রতি কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়,বিদ্যালয়ের একটি কক্ষে ৩০ জন সদস্যদের মাঝে আবৃত্তি প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষক রাজু দত্ত। ক্লাস শেষে রাজু দত্ত বলেন,এটি সরকারের ভালো উদ্যোগ।
কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান বলেন, কিশোর কিশোরীদের সংগীত ও আবৃত্তি প্রশিক্ষণের মাধ্যমে তাদের মাঝে সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি হচ্ছে। এ ধরণের বিনোদনে তারা অসামাজিক লিপ্ত হওয়া থেকে দূরে থাকবে। তিনি ও প্যানেল চেয়ারম্যান নিয়মিত এ ক্লাবে আসেন বলে জানান।
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন এটি সরকারের খুবই ভালো একটি প্রকল্প। এর মাধ্যমে শুধু সংস্কৃতি চর্চা নয়, তাদের জেন্ডার বিষয়ক জ্ঞান বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ ও যৌন হয়রানি প্রতিরোধসহ সমাজ উন্নয়ন মূলক কাজ করছে কিশোর কিশোরীরা।
কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার বলেন,কিশোর কিশোরী ক্লাবগুলো প্রতিষ্ঠার ফলে তারা প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠবে আর ভালো কিছু করার প্রেরণা যোগানোর পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেমও জাগ্রত হচ্ছে। কিশোর কিশোরী ক্লাব সরকারের সময় উপযোগী অনন্য একটি উদ্যোগ। এ ক্লাবের মাধ্যমে কিশোর কিশোরীদের মানসিক বিকাশ বৃদ্ধি পাচ্ছে, সমাজের বিভিন্ন ইতিবাচক পরিবর্তন নিয়ে তারা কাজ করছে। নিজের অধিকার সম্পর্কে সচেতব হচ্ছে, বাল্যবিবাহমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, এটি সরকারের সময় উপযোগী ভালো প্রকল্প। আজকের কিশোর কিশোরী আগামী দিনের দায়িত্ব পালন করবে। সরকারের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করতে হলে সমাজের সবার অংশ গ্রহণে কিশোর কিশোরীদের অংশ গ্রহণ আবশ্যক। তাদের বাদ দিয়ে এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। কমলগঞ্জে কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম ভালো উল্লেখ করে তিনি আরও বলেন, এ দিকে তাঁর দৃষ্টি রয়েছে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’