নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪৬, ৮ এপ্রিল ২০২৩
মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর জানাজা সম্পন্ন
হাজারও মানুষ তাঁর জানাজার নামাজে অংশগ্রহণ করেন। ছবি- আই নিউজ
খেলাফত মজলিসের আমীর ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সাবেক মহাপরিচালক শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামায শেষে শহরস্থ টিলাবাড়ি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজা নামাজের ইমামতি করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দিন আহমদ।
জানাজা নামাযে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসের রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিগণ।
জানাজা নামাযে শরীক ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো. আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক আবু সালমান, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল হক আমিনী, কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা নেহাল আহমদ, মাওলানা আহমদ বিলাল প্রমুখ।
জানাজায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় আলেম-উলামা, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, খেলাফত মজলিসের হাজার হাজার নেতাকর্মী ও মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ। তাঁরা প্রিয় নেতাকে অশ্রুশিক্ত নয়নে বিদায় জানান।
এর আগে গতকাল রাত সাড়ে ১০টায় পল্টন বক্সকালভার্ট রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁকে শেষবারের মত দেখতে আসেন তাঁর দীর্ঘ জীবনের সঙ্গী, সাথীরা। দোয়ায় শরীক হন আন্দোলন সংগ্রামে তাঁর দীর্ঘদিনের সাথী ও খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বাচ্চু, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মাওলানা শেখ মুহাম্মদ সালাহউদ্দিন, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ডাক্তার রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল রায়হান আলী, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, সাধারণ সম্পাদক আবুল কালাম, জমিয়তে ওলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন, শায়েখের ছাত্র ও জামেয়া বনশ্রীর মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন আহমদ খন্দকার, মাওলানা আবদুল হক আমিনী, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধ ফয়জুল ইসলাম, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু আদিবা, হাজী নুর হোসেন, অধ্যাপক আজিজুল হক, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসাইন, মাওলানা আজিজুল হক সহ ঢাকা ও নারায়ণগঞ্জ মহানগরী নেতৃবৃন্দ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’