প্রকাশিত: ১১:৫৬, ১২ মে ২০১৯
আপডেট: ১১:৫৮, ১২ মে ২০১৯
আপডেট: ১১:৫৮, ১২ মে ২০১৯
লাউয়াছড়া ঘেঁষে মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদ
শ্রীমঙ্গলঃ মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘেঁষে মোবাইল টাওয়ার নির্মাণের প্রতিবাদে শ্রীমঙ্গল শহরে মানববন্ধন করেছেন পরিবেশবাদীরা। আজ রবিবার (১২ মে) সকালে শ্রীমঙ্গল শহরের চৌমোহনা চত্বরে ‘লাউয়াছড়া জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন’ আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ''লাউয়াছড়ায় মোবাইল টাওয়ার বসালে এখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। একটি সংরক্ষিত বনে টাওয়ার বসানোর সিদ্ধান্ত বন ধ্বংসের পায়তারা বলেই মনে হচ্ছে। মোস্তফা জব্বার একজন তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসেবে সারাদেশেই নেটওয়ার্ক বসাতে চাচ্ছেন। সংরক্ষিত বনাঞ্চলে টাওয়ার বসানোর ফলে মোবাইল নেটওয়ার্কের রেডিয়েশনের প্রভাবে বন্যপ্রাণী যে ক্ষতির সম্মুখীন হবে তা মন্ত্রীকে বুঝতে হবে। লাউয়াছড়ার সংরক্ষিত বনাঞ্চলের কাছে এরকম টাওয়ার বসানো বন্যপ্রাণীদের জন্য হুমকি স্বরূপ। বনে টাওয়ার নির্মাণের ফলে পাখির ডিমসহ বন্যপ্রাণীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।''
মানবন্ধনকারীরা বলেন, 'আমরা মোবাইল টাওয়ার বসানোর বিপক্ষে নই। তবে সেটা যেন বনের বাহিরে হয়। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন ও বন্যপ্রাণী রক্ষার নির্দেশ দিয়েছেন সেখানে একজন মন্ত্রী কিভাবে এরকম বক্তব্য ফেসবুকে লিখেন? তার কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করা যায় না। ফেসবুকে এধরনের মন্তব্য করার জন্য ক্ষমা চাওয়া উচিৎ বলে দাবি করেন তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘লাউয়াছড়া জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন’ এর আহ্বায়ক জলি পাল। সদস্য সচিব আবুল হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) এর মৌলভীবাজার জেলা সমন্বয়ক আ স ম সালেহ সোহেল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা সম্পাদক জহর লাল দত্ত, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির গ্রাম প্রধান ফিলা পত্মী, জেলা যুব ইউনিয়ন সাধারণ সম্পাক জাহাঙ্গীর জয়েস, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, শ্রীমঙ্গল মহিলা পরিষদের সভাপতি প্রভাসিনী সিনহা, জেলা ওয়ার্কাস পার্টিও সম্পাদকম-লীর সদস্য সৈয়দ আমিরুজ্জামান, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক কাজী শামছুল হক, যুগ্ম আহবায়ক তাপস, কবি ও নাট্যকার জহিরুল মিঠু, নাট্য নির্দেশক ফয়সল আহমেদ, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন, কবি ও লেখক জাবেদ ভুঁইয়াসহ আরো অনেকেই।
এদিকে মানবন্ধন শেষে বাংলাদেশ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীর বরাবরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান
এইচএ/ ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়