মৌলভীবাজার প্রতিনিধি
এপ্রিল মাসে মৌলভীবাজারে শ্রেষ্ঠ নির্বাচিত হল সদর মডেল থানা
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
গত এপ্রিল মাসে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৌলভীবাজারে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মৌলভীবাজার সদর মডেল থানা। সেইসঙ্গে এ মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার মো. ইমতিয়াজ সরকার।
গেল বুধবার (৩ মে) মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভায় নির্বাচিত থানা ও পুলিশ সদস্যদের নাম ঘোষণা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের এপ্রিল মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই মো.. মাহবুবুল আলম।
তাছাড়া, সদর কোর্টের পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়া শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক, সদর কোর্টের নাজমা বেগম শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই মো. সাইফুল ইসলাম শ্রেষ্ঠ জিআরও হিসেবে নির্বাচিত হয়েছেন।
জেলায় অস্ত্র, মাদক ও জুয়া বিরোধী অভিযান ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কৃতিত্বের জন্য জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলামকে সভায় বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া, ওয়ারেন্ট তামিল, ছিনতাইকারী গ্রেফতার, চোরাই মোবাইল, সিএনজি ও ১ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধারের জন্য সদর মডেল থানার এসআই কাঞ্চন দাস এবং মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের জন্য কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় বিশেষ পুরস্কার লাভ করেন।
মৌলভীবাজার জেলায় রুজুকৃত মাদক মামলাসমূহের এম/ই পর্যালোচনা ও সিডিএমএস নিয়মিত এন্ট্রি ও দাপ্তরিক কাজে সন্তোষজনক পারফরমেন্সের জন্য মাদক বিরোধী সেলের এএসআই দেবদাস দে পুরস্কার লাভ করেছেন।
পরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারদের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এদিন অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহিদুল হক মুন্সী এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’