মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার পৌরসভায় নাগরিক সেবায় চালু হচ্ছে হটলাইন
স্মার্ট মৌলভীবাজার পৌরসভা বিনির্মাণে জরিপ কাজ শুরু হয়েছে। নাগরিক সেবায় চালু হবে হটলাইন নাম্বার। রোববার (৮ মে) পৌরসভার বোর্ডরুমে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান মেয়র ফজলুর রহমান। এ সময় আগামী অর্থবছরের বাজেট প্রণয়নে সাংবাদিকদের সাথে মতবিনিমিয় করেন মেয়র।
স্মার্ট মৌলভীবাজার পৌরসভা
মেয়র বলেন, স্মার্ট মৌলভীবাজার পৌরসভা বিনির্মাণে হোল্ডিং টেক্স, ট্রেড লাইসেন্স, পানি ও নির্মাণ সংক্রান্ত জরিপ কাজ চলছে। এরমধ্য দিয়ে পৌর এলাকার সকল ডেটা সংগ্রহ করা হবে। নাগরিকদের সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক হটলাইন নাম্বার চালু করা হবে। তাৎক্ষণিক নাগরিকদের সমস্যা সমাধান করা হবে। বিলম্ব হলে বিলম্বের যৌক্তিক কারণ জানানো হবে এবং কতদিনের ভেতর সমাধান করা হবে সেটাও জানানো হবে।
সিসিটিভিও আওতায় আসবে শরের পাড়া-মহল্লা
মেয়র ফজলুর রহমান বলেন, সিসি ক্যামেরার আওতায় থাকবে পৌর এলাকার সব পাড়া-মহল্লা। পুরো পৌরসভা ডিজিটাল সেবার আওতায় চলে আসবে।
মেয়র জানান, শহরের ৪নং ওয়ার্ড সিসি ক্যামেরার আওতায় চলে এসেছে। বনশ্রী এলাকায় সিসি ক্যামেরার আওতায় আনতে খুব শীঘ্রই কাজ শুরু হবে। এভাবে পুরো শহর সিসি ক্যামেরার আওতায় চলে আসবে। রক্ষণাবেক্ষণ খরচ দেবেন স্থানীয় বাসিন্দারা। পৌরসভা বিষয়টি তদারকি করবে।
এ সময় এনটিভির জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী বলেন এক সময় চৌমোহনায় সিসি ক্যামেরা দেওয়া হয়েছিলো। কিন্তু ‘জিনভুতের আছরে’ (দুষ্টচক্র) সেগুলো নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে সেগুলো রক্ষণাবেক্ষণ করা হয়নি।
বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট চৌমোহনা, কুসুমবাগ, বেরিরপার এবং ঢাকা বাসস্ট্যান্ড এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা উচিত।
বেরি লেইক সংস্কারে উদ্যোগ
মেয়র ফজলুর রহমান জানান, বেরি লেইক সংস্কার ও সৌন্দর্যবর্ধিতকরণের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। নকশাও করা হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে এই প্রকল্প বাস্তবায়নে বাজেট বরাদ্ধ হবে বলে আশা করা হচ্ছে। এ সময় সাংবাদিকদের বেরি লেইক সংস্কারের নকশা দেখান মেয়র।
পরিচ্ছন্ন ও ফুলেল শহর
মেয়র বলেন, মৌলভীবাজার পৌরসভাকে ফুলেল শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন ও সুন্দর জেলা শহর হবে মৌলভীবাজার। মানুষ এসে দেখলে মনে করবে ইউরোপ-আমেরিকার কোনো শহরে এসে প্রবেশ করেছে। সেরকম একটি পরিবেশ পাবে। ফুলের শোভা আর গন্ধে মোহিত হবে।
রাস্তায় ময়লা থাকবে না। প্রতিটি পয়েন্টে পয়েন্টে ময়লার বিন আবার দেওয়া হবে। তিনি বলেন, শহরের কোনো ড্রেনে ময়লা নেই। সড়কে ময়লা-আবর্জনা নেই। যে কেউ মৌলভীবাজার এসে প্রশংসা করে।
যানজট নিরসনে উদ্যোগ
যানজট নিরসনে কাজ চলছে। শহরেরে ভেতর কোনো সিএনজি চালিত অটোরিকশা গণপরিবহন হিসেবে যাত্রী পরিবহন করবে না। শহরেরে ভেতর যাত্রী পরিবহন করবে টমটম (সিএনজি চালিত ইজিবাইক)। দুই রঙের টমটম থাকবে। পালাক্রমে একদিন এক রঙের, আরেকদিন আরেক রঙের টমটম চলবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না।
এ সময় অতিরিক্ত রিকশা ভাড়া নেওয়ার অভিযোগ করেন জ্যেষ্ঠ সাংবাকিদক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু এবং দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নূরুল ইসলাম।
মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালাম বলেন, শহরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সামনে নিয়মানুযায়ী খালি জায়গা নেই। যেখানে দাঁড়িয়ে ক্রেতারা পণ্য কিনবেন। এ ব্যাপারে মেয়রের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মেয়র জানান, শহরের শ্রীমঙ্গল সড়কের যানজট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। কোদালিছড়ার ওয়াকওয়ে এবং শান্তিবাগে মনুনদীর পারের সৌন্দর্যবর্ধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব শীঘ্রই মানুষ এটা উপভোগ করতে পারবেন।
সাংবাদিক সম্মেলনে জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল হামিদ মাহবুব, সরওয়ার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সহসভাপতি নূরুল ইসলাম শেফুল, জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, ইমজার সভাপতি তমাল ফেরদৌস দুলাল, সাধারণ সম্পাদক আহমদ আফরোজ, মৌলভীবাজার ২৪ ডটকমের সম্পাদক মাহবুবুর রহমান রাহেলসহ জেলা সদরে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’