নিজস্ব প্রতিবেদক
শ্রীমঙ্গলে মহাসড়কের আদলে গ্রামীণ সড়ক নির্মাণ
গ্রাম হবে শহর এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রামের মধ্য দিয়ে মহাসড়কের আদলে সড়ক নির্মাণ করা হয়েছে। এলজিইডির বাস্তবায়নে সাতগাঁও-সিন্দুরখাঁন ভায়া কালীবাড়ি পর্যন্ত ৬ হাজার ৭৯০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৪৫ লক্ষ টাকা।
গ্রামের মধ্য দিয়ে পিচঢালা প্রশস্ত এই সড়কটি নির্মাণের ফলে ঢাকা-সিলেট মহাসড়কের সাথে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের এই অঞ্চলে পর্যটন বিকাশে সড়কটি দারুণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে সড়কের উদ্বোধন করেন অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুরাল রায়।
আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্জন জহর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, সিন্দুরখাঁন ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, আশিদ্রোন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসিদ আলী, ভুনবীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দেব, ভুনবীর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম ভূইয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’