নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
আপডেট: ১৮:৫৪, ১৮ মে ২০২৩
খাসিয়াপুঞ্জির পান-সুপারি গাছ কর্তনের মামলা নিতে পুলিশকে আদালতের নির্দেশ

খাসিয়াপুঞ্জির ক্ষতিগ্রস্থ পান গাছ। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বেরেঙ্গা খাসিয়াপুঞ্জির চারটি পানজুমের তিন হাজার পান গাছ ও ৬০টি সুপারি গাছ কাটার ঘটনায় আল্লাদাত চা বাগানের ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার (১৭ মে) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক শুনানি শেষে এই আদেশ দেন। বেরেঙ্গা খাসিয়াপুঞ্জির ক্ষতিগ্রস্ত খাসিয়াদের পক্ষে অলমি খাসিয়া এই মামলাটি করেছেন।
মামলায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের আল্লাদাত চা বাগানের ব্যবস্থাপক সিরাজ উদ্দিন (৫৫), বাগানের পাহারাদার নুর উদ্দন (৩২) ও আব্দুস সামাদ (৩০) এর নামোল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী সুব্রত কুমার দত্ত বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘পান-সুপারির গাছ কাটা এবং চাঁদা দাবির ঘটনায় আদালত অভিযোগ আমলে নিয়ে বড়লেখা থানার ওসিকে মামলা নিতে নির্দেশ দিয়েছেন।’
জানা গেছে, গত ০৮ মে আল্লাদাত চা বাগান কর্তৃক বেরেঙ্গা খাসিয়াপুঞ্জির পান ও সুপারি গাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় পানচাষি অলমি খাসিয়া আল্লাদাত চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিন, পাহারাদার নূর উদ্দিন ও আব্দুস সামাদের নামোল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাতনামা রেখে বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
তবে ওই অভিযোগের তদন্তের দায়িত্ব পাওয়া কর্মকর্তা শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রবিউল হক তদন্তে অবহেলার পাশাপাশি খাসিয়াদের ‘অসহযোগিতা’ করেন বলে খাসিয়ারা অভিযোগ করেন। এ অবস্থায় খাসিয়ারা গত ১৪ মে শাহবাজপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপরও মামলা গ্রহণ না করায় পানচাষি অলমি খাসিয়া গত বুধবার (১৭ মে) বড়লেখা আদালতে অভিযোগ দায়ের করেন।
এদিকে, আল্লাদাত চা বাগানের ম্যানেজার সিরাজ উদ্দিন খাসিয়াদের পান ও সুপারি গাছ কাটার বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, বেরেঙ্গাপুঞ্জির পান ও সুপারি গাছ কে বা কারা কেটেছে তা তিনি জানেন না।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’