সাজু মারছিয়াং, আই নিউজ
আপডেট: ২১:১১, ২০ মে ২০২৩
১৫ ঘণ্টা পর ট্রেন চললো শ্রীমঙ্গলে
ছবি- সাজু মারছিয়াং
লাউয়াছড়া বনের মধ্যে গাছ পড়ে ট্রেন দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পর শ্রীমঙ্গলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে করে দীর্ঘসময় পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ শনিবার (২০ মে) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শ্রীমঙ্গুল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন আই নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। একইসাথে দুর্ঘটনাকবলিত এলাকায় সর্বোচ্চ ১০ কিলোমিটার বেগে রেল চলাচলের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে আজ শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের আমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনের নিরাপত্তায় থাকা রেলওয়ে পুলিশের এএসআই ফখরুল ইসলাম জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে হঠাৎ করে শব্দ করে ট্রেনটি ঝাকুনি খায়। তখন আমার সহকর্মীদের সাথে নিয়ে ট্রেনের ইঞ্জিনের দিকে এগিয়ে গেলে দেখতে পাই ইঞ্জিনসহ ৩টি বগি গাছের সাথে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়েছে। এসময় আমরা দ্রুত গতিতে দুর্ঘটনাকবলীত থাকা যাত্রীদের উদ্ধার করি।
তিনি আরও বলেন, ইঞ্জিনের পেছনের খাবার গাড়ি ও ১টি বগির যাত্রীরা শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল স্টেশনে নেমে
যাওয়ার কারণে যাত্রী সংখ্যা কম থাকায় দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে রেলওয়ে বিভাগের পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহবায়ক করে গঠিত ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে আছেন বিভাগীয় যান্ত্রীক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রীক প্রকৌশলী (ক্যারেজ) ও বিভাগীয় প্রকৌশলী (ঢাকা-২) ও বিভাগীয় প্রকৌশলী (সংকেত ও টেলিযোগাযোগ)। তারা আজ অকুস্থল পরিদর্শন করেছেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’