কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় ৪টি চুরির গরুসহ আটক ১
চারটি চোরাই গরুসহ আটক ব্যক্তি। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে চারটি চুরির গরুসহ ছয়ফুল মিয়া (৫০) নামের একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ মে) কুলাউড়া উপজেলার হাশিমপুর এলাকায় আটককৃত ছয়ফুল মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে চোরাই গরুসহ তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে ১৩ নং কর্মধা ইউনিয়নের হাশিমপুর গ্রামে ছয়ফুল মিয়ার বাড়ির গোয়ালঘরে ৪ টি চোরাই গরু রয়েছে। পরে বুধবার বিকেলে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদারের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে ৪ টি গরু জব্দ করে পুলিশ।
আটককৃত ছয়ফুল মিয়া এই ৪ টি গরুর মালিকানা সংক্রান্ত কোন সঠিক তথ্য দিতে পারেনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাতক এক আসামির যোগসাজশে গরুগুলো চুরি করে আনা হয়েছিল বলে সে স্বীকার করে।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আই নিউজকে জানান, চোরাই গরুগুলোর প্রকৃত মালিক এখনো পাওয়া যায়নি। কেউ মালিকানা দাবি করলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় আটককৃত ছয়ফুল মিয়াসহ পলাতক এক আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় পেনাল কোডের ৪১১/১০৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’