Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৩, ২৮ মে ২০২৩

বড়লেখায় সীমান্তে বিজিবির হাতে আটক ১১টি ভারতীয় গরু 

বিজিবির কাছে আটক ১১টি ভারতীয় গরু।

বিজিবির কাছে আটক ১১টি ভারতীয় গরু।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকায় ক্রমশ বাড়ছে ভারত থেকে গরু পাচারের ঘটনা। গেল শনিবার (২৭ মে) ভোরেও অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা পাচারকৃত ১১টি ভারতীয় গরু আটক করেছেন। 

শনিবার (২৭ মে) ভোরে লাতু বিওপির বিজিবি সদস্যরা এই গরুগুলো আটক করেন। এ সময় পাচারকারীরা গরু রেখে পালিয়ে গেলে তাদের ধরতে অসমর্থ হয় বিজিবি। পরে ওইদিন বিকেলে বিজিবি আটক গরুগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি বড়লেখার সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় অবৈধ গরু ও মহিষ পাচার বৃদ্ধি পেয়েছে। গবাদিপশু পাচারের সাথে চোরাকারবারীরা বিভিন্ন মাদকদ্রব্যও নিয়ে আসছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মহিব্বুল ইসলাম খান পিএসসি’র নেতৃত্বে বিজিবির লাতু ক্যাম্পের টহল বাহিনী উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুমারশাইল চা বাগানের ভেতর পাচারকারী চক্রের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর সীমান্ত অতিক্রম করে চা বাগানের ভেতর দিয়ে চোরাকারবীরা কয়েকটি ভারতীয় গরু নিয়ে যেতে দেখে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। 

এসময় গরু ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি ১১টি ভারতীয় গরু আটক করে। যার বাজার মূল্য ৭ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মহিব্বুল ইসলাম খান পিএসসি বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় গরু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে আটক গরুগুলো কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়