Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:১১, ২৯ মে ২০২৩
আপডেট: ২০:০৪, ২৯ মে ২০২৩

মৌলভীবাজারে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ

মৌলভীবাজার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনর আয়োজনে জেলা প্রশাসকের হলরুমে সোমবার (২৯ মে) অনুষ্ঠিত হয়েছে 'ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ। 

এতে ইমাম, খতিব, পুরোহিত, যাজকসহ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু মহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন।

মৌলভীবাজারে বোরো ধান ক্রয় সংগ্রহ উদ্বোধন

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। প্রশিক্ষক হিসেবে ছিলেন মিডিয়া কনসালটেন্ট মনিরুল হাসান।

প্রশিক্ষণে মানবিক মূল্যবোধ, ধর্মীয় সম্প্রীতি, অহিংসতা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আলোচকরা বলেন- ‘মৌলভীবাজার সৌহার্দ্য-সম্প্রীতির একটি জেলা। এখানে সকলে একে অন্যের আপনজন হিসেবে বসবাস করেন।’ 

আলোচকরা বলেন- ‘ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ভিন্নতা থাকলেও বাংলার হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সুদৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ। প্রাচীন, মধ্য, আধুনিক কোনো যুগেই এই সহ-অবস্থানের বন্ধন ছিঁড়ে যায়নি। বাংলার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি চর্চা এবং পরাধীনতার শৃংখলমুক্ত হওয়ার জন্য বিদেশি ও জালেম শাসকবিরোধী আন্দোলনে, মুক্তিযুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বাংলার মানুষ বরাবর একাত্ম হয়েছে। সেসব সংগ্রামে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী কোনো আলাদা পরিচয়ই তাদের ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সে চেষ্টা অব্যাহত আছে।’

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়