Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ২৯ মে ২০২৩
আপডেট: ২৩:৫০, ২৯ মে ২০২৩

সিলেট বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক মৌলভীবাজারের রোকসানা আক্তার

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ সিলেট বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের ‘দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল’র জীব বিজ্ঞানের শিক্ষক ‘নির্ভয়া-২০২৩’ বিজয়ী রোকসানা আক্তার।

গেলো বছর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এও তিনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত হয়েছিলেন।

তাঁর কৃতিত্বপূর্ণ এই অবদানের জন্য সহকর্মী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অভিনন্দিত করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন।

রোকসানা আক্তার উদ্যমী ও উদ্ভাবনীগুণসম্পন্ন শিক্ষক হিসেবে সমাদৃত। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি বেশকিছু সম্মাননা ও অ্যাওয়ার্ড লাভ করেছেন।

ডিজিটাল শিক্ষায় বিশেষ অবদানের জন্য দি ডেইলি স্টার ও ইউএনডিপি কর্তৃক ' নির্ভয়া ২০২৩' অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড, শিক্ষক বাতায়নে সেরা কনটেন্ট নির্মাতা ইত্যাদি তাঁর প্রাপ্তির ঝুলিতে ইতিমধ্যেই জমা হয়েছে। 

রোকসানা আক্তার কমলগঞ্জ উপজেলার পতনউষার এলাকার মরহুম আব্দুল মান্নানের মেয়ে। পাঁচ ভাইবোনের মধ্যে রোকসানা আক্তার সবার বড়। রোকসানা আক্তারের পরদাদা মরহুম আবুল কাশেম মাস্টার ছিলেন মৌলভীবাজার জেলার শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া আলোকিত শিক্ষক। তাঁর দাদা ও বাবা ছিলেন শিক্ষক। বর্তমানে তাঁরা দুই বোন শিক্ষক। তাঁর মা হোসনে আরা বেগম বর্তমানে আমেরিকা প্রবাসী। রোকসানা আক্তার বলেন, ‘আমার মা গৃহিণী, কিন্তু আমার লেখাপড়া, চাকুরী ইত্যাদি জীবনের অনেক ক্ষেত্রেই মায়ের বিশেষ অবদান রয়েছে।’ রোকসানা আক্তারের স্বামী মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. শরীফুর রহমান। 

বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার প্রতিক্রিয়া জানাতে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য এই প্রাপ্তি অনেক অনুপ্রেরণার এবং তা আমার কাজের আগ্রহ বাড়িয়ে দিবে বলে মনে করছি। আমি যেন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারি, দোয়া করবেন সবাই।’

রোকসানা এটুআই এর সাথে আইসিটি ফর এডুকেশন ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর শিক্ষক হিসেবে কাজ করছেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়