জুড়ী প্রতিনিধি
জুড়ীতে যুবলীগ নেতা কে হ ত্যা র হুমকি; থানায় জিডি
সাধারণ ডায়েরির কপি (ডানে)।
মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদকে হত্যার হুমকি-র অভিযোগে থানায় জিডি করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) হ ত্যা র হুমকির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির বিরুদ্ধে জিডি করেছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদ।
জুড়ী থানায় জিডি সুত্রে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি কর্তৃক উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন থেকে ফোন দিয়ে গালিগালাজ সহ প্রাণ নাশের হুমকি দেন। যার ফলে আহমদ কামাল অহিদ ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে আহমদ কামাল অহিদ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং: ৭১, তারিখ: ০২/০৬/২০২৩ইং।
ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদ বলেন, আমরা আওয়ামী লীগ পরিবারের মানুষ, আমার পিতা আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ, আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমানে যুবরাজনীতির সঙ্গে জড়িত আছি। আমার পুরো পরিবার আওয়ামী লীগের পরিবার। কিন্তু অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সাবেক ভাইস-চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি কর্তৃক আমাকে ও আমার মা-বাবাকে নিয়ে কুরুচিপূর্ণ গালিগালাজ সহ আমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন। এগুলো কিসের ইঙ্গিত বহন করে?
তিনি আরো বলেন, বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়টি আমি উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ সহ আমার রাজনৈতিক অভিভাবক বন ও পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি মহোদয় কে জানিয়েছে। আমি সকলের কাছে সঠিক বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে সাবেক ভাইস-চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি বলেন, ছোট একটি ঘটনা নিয়ে অহিদ সাহেবের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে মাত্র। এখানে তাঁকে প্রাণে হত্যার হুমকির প্রশ্নই আসে না। উল্টো তাঁরা আমার বাড়িতে হামলা করেছেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, এবিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। হুমকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’