নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩০, ৬ জুন ২০২৩
মৌলভীবাজার আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্নার উদ্বোধন
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের দলীয় অফিসে দেশের ১৮তম স্মার্ট কর্নার স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুন) উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
এ সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সৈয়দ মনসুরুল হক ও অজয় সেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, উপ-দফতর সম্পাদক নিখিল রঞ্জন দাশ, কোষাধ্যক্ষ পংকজ রায় মুন্না, দপ্তর সম্পাদক গোলাম রাব্বানী, সদস্য আব্দুল বাছিত তরফদার ও প্রাণ গোপাল রায়, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, কৃষকলীগ সাধারণ সম্পাদক শাহীন আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া আহমদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পৌরসভা হলরুমে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়র করেন কবির বিন আনোয়ার।
স্মার্ট কর্নার উদ্বোধন শেষে কবির বিন আনোয়ার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন- বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছিলেন। এবার তিনি ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছেন। এটা একটি সামাজিক আন্দোলন। যেখানে দেশের সবকিছু হবে তথ্যপ্রযুক্তি নির্ভর স্মার্ট। যার নেতৃত্ব দেবে আওয়ামী লীগ। এই লক্ষ্যেই জেলায় জেলায় স্মার্ট কর্ণার স্থাপন করা হচ্ছে।
তিনি বলেন- প্রতিটি জেলায় জেলায় হাজারো তরুণদের দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলা হবে। যারা ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করবে।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’