Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৩, ৮ জুন ২০২৩

মৌলভীবাজারে বৃষ্টির জন্য নামাজ ও বিশেষ দোয়া

প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। এখনও রয়েছে অনাবৃষ্টি ও দাবদাহ। সর্বত্র টানা খরা। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে চারদিকে। এ অবস্থায় মৌলভীবাজারে বৃষ্টি চেয়ে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে মৌলভীবাজার পৌর শহরের শান্তিবাগ জামে মসজিদ প্রাঙ্গণে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা; ২ শতাধিক মুসল্লি এতে অংশ নেন।

নামাজ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিবুর রহমান যুক্তিবাদী, নামাজের ইমামতি করেন মাওলানা মোজ্জামেল হক মাহেরী।

এ বিষয়ে খতিব হাবিবুর রহমান বলেন, 'দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত।'

আইনিউজ/ই.উ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়