কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়ায় সফল খামারীদের সম্মাননা প্রদান
সফল খামারীদে হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়ায় ৬ জন সফল উদ্যোক্তা ও খামারীকে সম্মাননা জানিয়েছে হীড বাংলাদেশ। এসময় সফল এসব খামারী ও উদ্যোক্তাকে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র দেয়া হয়।
আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় কুলাউড়া উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠান হয়।
হীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া হীড বাংলাদেশের কৃষি ইউনিটের কৃষি কর্মকর্তা সোহেল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, কুলাউড়া হীড বাংলাদেশের শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম, হীড বাংলাদেশের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বর্মেন্দ সিনহা, কুলাউড়া উপজেলা বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান সাংবাদিক তাজুল ইসলাম, কুলাউড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
উপজেলার সফল উদ্যােক্তা খছরু মিয়া, লিটন দত্ত, সবিতা রাণী মালাকার, রোকেয়া বেগম, সুমন মালাকার ও জাকির হোসেন সহ খামারীরা অনুষ্ঠানে নিজেদের সফলতার কথা তুলে ধরে তরুণ প্রজন্মকে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে হীড বাংলাদেশ কাজ করছে। বানিজ্যিকভাবে খামার গড়ে তুলতে সংস্থাটি নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছে। হীড বাংলাদেশের এসব উদ্যোগ ও কার্যক্রমের মাধ্যমে কুলাউড়ায় বেকার যুবক ও যুবমহিলাদের কাছে আস্থা তৈরি করেছে। এতে করে নতুন নতুন উদ্যোক্তা ও খামারী তৈরি হচ্ছে এবং বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’