হেলাল আহমেদ
আপডেট: ১৬:৪৬, ২৫ জুন ২০২৩
মৌলভীবাজারে জমে ওঠেছে ভাসমান পোশাক ও মশলার বাজার
ভাসমান কাপড়ের দোকান সাজিয়ে বসেছেন এক ব্যবসায়ী। ছবি- হেলাল আহমেদ
ঈদুল আযহার বাকি আর মাত্র চার দিন। মুসলিম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব কোরবানির ঈদ দেশে পালিত হবে আগামী ২৯ জুন (বৃহস্পতিবার)। ঈদকে কেন্দ্র করে মৌলভীবাজার সদরে বড় বড় বিপণী বিতানগুলোর পাশাপাশি জমে ওঠেছে ভাসমান পোশাকের বাজারও। প্রয়োজনীয় মশলাদির দোকানগুলোতেও বেড়েছে ক্রেতার আনাগোনা।
রোববার (২৫ জুন) সরেজমিনে মৌলভীবাজার সদরের বেশকিছু সড়ক ঘুরে দেখা গেছে ঈদকে ঘিরে মানুষে ভিড়বাট্টা। শহরের নামীদামী বড় বড় বিপণী বিতানগুলোতে পোশাক কেনার ভিড়ের পাশাপাশি চোখে পড়ার মতো লোকসমাগম দেখা গেছে শহরের ভাসমান কাপড়ের বাজারেও। এসব বাজারের প্রধান ক্রেতা থাকেন সমাজের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে দরিদ্র মানুষেরা। কাপড়ের মান ভালো থাকলে ভাসমান পোশাকের বাজার থেকে পোশাক কিনেন উচ্চবিত্ত শ্রেণীর ক্রেতারাও।
শহরের চাঁদনীঘাট এলাকার বাস স্ট্যান্ডের বিপরীতে ভ্যানে করে কাপড় বিক্রি করেন তরুণ ব্যবসায়ী রাসেল মিয়া। ঈদকে ঘিরে নতুন করে ভ্যানে কাপড় তোলেছেন এই ভাসমান ব্যবসায়ী। জানালেন ঈদকে ঘিরে আসছেন ক্রেতারা, দেখছেন কাপড়। তবে টানা বৃষ্টির পর প্রচণ্ড রোদ থাকায় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে।
কাপড়ের ভাসমান এই দোকানে শিশুদের কাপড় দেখছেন নারী ক্রেতা। ছবি- হেলাল আহমেদ
আই নিউজ প্রতিবেদকের সাথে আলাপকালে রাসেল বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। বলতে গেলে দিন আনি দিন খাই মজুরের মতো প্রতিদিনের কাপড় বেচে প্রতিদিন চলি। আমরার কাস্টমারও সেইরকমই। তবে ঈদ আসায় কাস্টমার বাড়েছে। আজকে সকালে বেরিয়েছি। এখন পর্যন্ত যা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ।
রাসেল মিয়া মূলত বাচ্চাদের পোশাক বিক্রি করেন ভ্যানে ঘুরে ঘুরে। বললেন, সারাবছর ঘুরে ঘুরে শহরের বিভিন্ন পাড়ায় মহল্লায় কাপড় বিক্রি করি। কিন্তু এখন ঈদ থাকায় এক জায়গায় বসেই বেচাবিক্রি করতে পারি। এরপরও চাঁদনীঘাট, পশ্চিমবাজার, কুশুমবাগের দিকেও যাই একবার করে। ওইদিকেও আমার কাস্টমার আছে।
ঈদকে সামনে রেখে ছোট্ট একটি দোকানে টাঙিয়ে রাখা বাচ্চাদের পোশাক। ছবি- হেলাল আহমেদ
শহরের পশ্চিমবাজার এলাকায় দেখা হয় আরেক ভাসমান কাপড় ব্যবসায়ী সুলেমান সর্দারের সঙ্গে। ঈদকে ঘিরে নতুন করে সাজানো ভ্যানে করে বড়, ছোট সকলের কাপড় নিয়ে বেরিয়েছেন তিনি। আলাপ করলে সুলেমান সর্দার আই নিউজ প্রতিবেদককে জানান, বড় বড় দোকানগুলোতে যেরা কাপড় কিনতে পারে না তারা আমাদের কাছে আসে অল্প দামে কাপড় কেনার জন্য। আমরাও তাদের সেই চাহিদানুযায়ী ঈদের আগে কাপড় তুলি।
এবছর ঈদকে ঘিরে সুলেমান সর্দার প্রায় ৩৫ হাজার টাকার মাল তুলেছেন নিজের ভ্যানে। আশা আছে ঈদে ভালো বেচাবিক্রি হবে। এ পর্যন্ত ক্রেতাদের উপস্থিতিও সন্তোষজনক বলে জানান এই ব্যবসায়ী।
জমজমাট বাহারি মশলার বাজার
এদিকে ঈদকে কেন্দ্র করে মৌলভীবাজারে বাহারি মশলার দোকানগুলোতেও বেড়েছে মানুষের আনাগোনা। কোরবানির ঈদের মাংসের সঙ্গে প্রধান অনুসঙ্গ হিসেবে থাকে এই মশলা। গরম মশলা, দারুচিনি, এলাচ, জিরাসহ প্রয়োজনীয় সব ধরনের মশলা আগে থেকেই কিনে রাখছেন ক্রেতারা।
দোকান থেকে মশলা কেনার পাশাপাশি বাইরে ভ্যানে করে বিক্রি করে খোলা মশলাও কিনছেন উল্লেখযোগ্য পরিমাণ ক্রেতারা। এখানেও মূলত কমদামে পাওয়ার আশায়ই ক্রেতারা কিনতে আসেন বলে জানিয়েছেন একাধিক খোলা মশলা ব্যবসায়ী।
কাপড়ের সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে ভাসমান মশলার দোকানগুলোতেও। ছবি- হেলাল আহমেদ
এক মশলা ব্যবসায়ী বলেন, দোকানে যদি একশ গ্রাম দারুচিনি পঞ্চাশ টাকায় বিক্রি করে আমরা সেটা ৪৫-টাকায় বিক্রি করছি। এই ৫ টাকা কমের জন্যও অনেকে আসেন।
তবে এক্ষেত্রে দোকানের মশলার মান এবং ভ্যানে করে বিক্রি করা খোলা মশলার মান এক থাকে কি-না জানতে চাইলে তিনি বলেন, দাম যেহেতু কম মানেও যে দোকানের মশলা থেকে একটু কম থাকবে এটা তো আর খুলে বলার কিছু না। ভালো মান চাইলে ভালো দামও চলে আসে।
তবে এক ক্রেতার সঙ্গে আলাপ করলে তিনি জানান, দোকানে মান ভালো থাকলেও অতিরিক্ত মূল্য রাখার কারণে তিনি ভ্যান থেকে মশলা কিনছেন।
আগামী ২৯ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে। প্রতিবছরের মতো এই কোরবানির ঈদেও ব্যবসায়ীরা আশা করছে ভালো বেচাবিক্রির। যদিও সাম্প্রতিক সময়ের কাঁচা বাজারে দামের অস্থিরতা এবং বিভিন্ন সংকটের কারণে মানুষ অস্থিতিশীল অবস্থা পার করছেন। এসবকিছুকে নিয়েই দিনদিন জমছে ঈদের বাজার।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’