মৌলভীবাজার প্রতিনিধি
অ্যাটর্নি জেনারেলকে মৌলভীবাজার পৌরসভার নাগরিক সংবর্ধনা
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কৃতি সন্তান, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা।
রোববার (২৫ জুন) রাতে পৌর জনমিলন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন মেয়র ফজলুর রহমান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ফজলুর রহমান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এ এম আমিন উদ্দিন বলেন, ‘নিজ জেলায় সংবর্ধিত হওয়ায় আমি আপ্লুত। আমি চেষ্টা করবো মৌলভীবাজার জেলার উন্নয়নে যথাসম্ভব অবদান রাখতে। যেখানে প্রয়োজন সেখানে ফোন দেবো, অনুরোধ করবো, কথা বলবো। তবে মৌলভীবাজার তথা সিলেটের তরুণদের ঢাকায় যেতে হবে। মৌলভীবাজার বসে থাকলে হবে না।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র ফজলুর রহমান বলেন, মৌলভীবাবাজর পৌরসভার পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে সংবর্ধনা দিতে পেরে সম্মানিতবোধ করছি। কারণ এই প্রথম মৌলভীবাজার তথা সিলেটের কোনো সন্তান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হয়েছেন। তিনি মৌলভীবাজারের উন্নয়নে যথাসাধ্য ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মো. কামরান চৌধুরী ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশ সোম মহান।
-
জেলার শ্রেষ্ঠ মেডিকেল অফিসার জুড়ীর ডা. জাকী
নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার বারের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, বিএনএসবি চক্ষু হাসাপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ।
নাগরিকদের বক্তব্যে বক্তারা- মৌলভীবাজার মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে অনুরোধ করার আহ্বান জানান।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’