নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
অজ্ঞাতরা কু*পিয়ে ফেলে রেখে চলে যায় শীর্ষ সন্ত্রাসী ব্লেড রবিকে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মারা যান ব্লেড রবি। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭টি মামলার আসামী ও উপজেলার শীর্ষ সন্ত্রাসী ব্লেড রবি অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে মারা গেছেন। রোববার রাতে রেললাইনের পাশ থেকে কোপানো অবস্থায় ব্লেড রবিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে মৃ*ত্যু হয় তাঁর।
শীর্ষ সন্ত্রাসী ব্লেড রবি সোমবার (২৬ জুন) ভোরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কে বা কারা তাকে কু*পিয়ে হ*ত্যা করেছেন তা এখনো পরিষ্কার ভাবে জানতে পারে নি পুলিশ।
শ্রীমঙ্গলের শীর্ষ সন্ত্রাসী ব্লেড রবি ব্রাহ্মণবাড়িয়া জেলার ফতেপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। সে দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলে বসবাস করছিলো। সোমবার (২৬ জুন) সকালে শ্রীমঙ্গলের শাহিভাগ এলাকার রেললাইনের পাশ থেকে তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
যারা উদ্ধার করেছেন তারা আই নিউজকে জানান, গত রোববার রাতে অজ্ঞাত কিছু লোক ব্লেড রবিকে কু*পিয়ে রেললাইনের পাশে ফেলে রেখে চলে যায়। পরে তারা স্থানীয় অনেকে মিলে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে বদলি করা হয় ব্লেড রবিকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবি।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর সরদার আই নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জাহাঙ্গীর সরদার বলেন, তার (ব্লেড রবি) বিরুদ্ধে শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন থানায় ১৭ টি মামলা রয়েছে সে পেশায় একজন ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী। এ ঘটনার ব্যাপারে আরও খোঁজখবর নেয়া হচ্ছে। তদন্তের পরেই আসলে কারা বা কে তাকে হ*ত্যা করেছে, কেন করেছে তা জানা যাবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’