মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ যুবক

নিখোঁজ হওয়া মিজানুর রহমান (৩৫)। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগরে লন্ডনের কেয়ার ভিসা পেয়ে বন্ধুর সাথে দেখা করতে গিয়ে মিজানুর রহমান (৩৫) নামের শিক্ষানবিশ এক এডভোকেট নিখোঁজ রয়েছেন।
গেল সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে মৌলভীবাজার যাওয়ার কথা বলে বের হন তিনি।
নিখোঁজ ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার কোন খবর পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনদের বাড়ি ও সম্ভাব্য স্থানে খোঁজ করে কোন সন্ধান পাওয়া যায়নি। বন্ধুর ম্যাসেজ পেয়ে সে বের হয়েছিল। ওই বন্ধুর পরিচয় জানা যায়নি। নিখোঁজ মিজানুর রহমান জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের আবুল হাসানের ছেলে।
মিজানের স্বজন সাহেদ আহমদ বলেন, তিনি সোমবার সকাল ১০ টায় নিজবাড়ি হতে মৌলভীবাজার শহরে যাওয়ার কথা বলে বের হন। বাড়ি হতে বের হওয়া পরপরই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। মোবাইল টেকনোলজি ব্যবহার করে জানা গেছে তার মোবাইল ফোন বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, নিখোঁজের ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’