রাজনগর প্রতিনিধি
আপডেট: ১০:৫৩, ১৫ জুলাই ২০২৩
চোরে নিয়ে গেছে গাভী, মাকে খুঁজছে ৩ মাস বয়সী বাছুর

৩ মাস আগে বাচ্চা প্রসব করেছে গাভী। বাছুরটি এখনো গাভীর দুধ পান করেই বেঁচে ছিল। কিন্তু এখন বাছুরটিকে বাঁচিয়ে রাখা নিয়ে অনিশ্চিত রাজনগরের টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের কৃষক দিলাল মিয়া (৪৫)। গাভীটি দিনে-দুপুরে চুরি হয়ে যাওয়ায় বাছুরটি নিয়ে বিপাকে পড়েছেন তিনি। বাছুরটিও মায়ের খোঁজে ডাকছে গোয়ালঘরে।
শুক্রবার (১৪ জুলাই) সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের পাশে বাড়ির অদূরে মাঠে বেঁধে রাখা গাভীটি চুরি হয়েগেছে ওই কৃষকের।
দিলাল মিয়ার ছেলে ইমন আহমদ (১৯) জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে ৩ মাস বয়সী বাছুরসহ গাভীটিকে বাড়ির পাশে ইলাশপুর মসজিদের পাশে রাস্তার পাশে ঘাস খেতে বেঁধে রেখে যান তার বাবা। কিছুক্ষন পর ইমন আহমদ টেংরা বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে দেখেন একটি সাদা রঙের প্রাইভেট কার রাস্তার পাশে পার্কিং করে পাশেই প্রকৃতির ডাকে সাড়াদিচ্ছেন গাড়িটির এক যাত্রী। এসময় তিনি গাড়িতে ৩/৪ জন ছিলেন বলে দেখতে পান। পরে তিনি বাজারে যাওয়ার পর গাড়িটি নিয়ে মনে সন্দেহের উদ্রেক হলে বাবাকে ফোনে বিষয়টি জানান। সাথে সাথে তার বাবা দিলাল মিয়া গরু বেঁধে রাখার স্থানে গিয়ে দেখতে পান গাভীটি নেই। গাভী যেখানে বেঁধে রেখেছিলেন সেখানকার ঘাসের উপর গরুকে জোর করে টেনে নেয়ার দাগ।
এদিকে গাভীর সাথে বাছুর সেসময় থাকলেও কোনো কারণে চোরেরা বাছুরটি নিয়ে যেতে পারে নি। এখন ৩ মাস বয়সী বাছুরটি মায়ের খোঁজ করছে। ডাকছে সকাল-সন্ধ্যা। কোনো ধরনের খাবারও খাচ্ছে না। এ অবস্থায় মা ছাড়া বাছুরটিকে খাওয়ানো ও বাঁচিয়ে রাখা নিয়ে চিন্তায় পড়েছে ওই পরিবারটি। মা হারা বাছুরটিকে লালন-পালন কিভাবে করবেন এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
ইমন আহমদ বলেন, বাছুরটি তার মায়ের জন্য সকাল থেকেই খুব ডাকাডাকি করছে। কিভাবে এটিকে বাঁচিয়ে রাখবো ভেবে পাচ্ছি না।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, এ ব্যাপরে এখনো থানায় কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’