Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৪৯, ১৫ জুলাই ২০২৩

মৌলভীবাজারে পরিবেশবান্ধব গ্রাম গড়ার প্রয়াস স্বপ্ন ছোঁয়ার যুবদের

পরিবেশবান্ধব গ্রাম গড়ার লক্ষ্যে তরুণদের বৃক্ষরোপন। ছবি- আই নিউজ

পরিবেশবান্ধব গ্রাম গড়ার লক্ষ্যে তরুণদের বৃক্ষরোপন। ছবি- আই নিউজ

বন্যপ্রাণীর নিরাপদ আবাস ও পরিবেশবান্ধব গ্রাম গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের একদল তরুণ। একটি সুস্থ, সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে খলিলপুর ইউনিয়নের চানপুর গ্রামের এই তরুণদের সংগঠন ‘চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন’।

সংগঠন সদস্য ইয়াহিয়া এহসান বলেন- সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি, শৃঙ্খলা, প্রাকৃতিক দুর্যোগ, রাস্তাঘাটসহ সকল প্রকার ভোগান্তির অবসান নিয়ে এতদিন কাজ করে আসছিলেন তারা। এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের জীবনযাত্রা ও শিক্ষার মান উন্নয়ন নিয়ে তারা কাজ করেছেন। শেষ দুইবছর ধরে তারা বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় মনযোগী হয়ে উঠেছেন।

সংগঠনের সদস্য হোসাইন আহমদ ইমরান বলেন- এক সময় গ্রামের বরাক নদীর তীর ধরে বেড়ে ওঠা গাছ এবং গ্রামের চার প্রান্তের ফলফলাদির বন ছিল নানান পাখিদের আবাস্থল। এখানে সকাল-সন্ধ্যার শুরুটা হতো পাখি, শেয়াল, মেছোবাঘ, বানর , বেজি সহ নানান বিরল প্রাণীদের অবাধ বিচরণে। কিন্তু অল্প কয়েকবছরের ব্যবধানে নিরাপদ আবাস্থলের সংকটে দিনদিন কমে আসছে বিরল এই প্রাণীদের অবাধ বিচরণ।

সংগঠনের সদস্য আব্দুল অজুদ বলেন- বেড়েই চলছে মানুষ ও বন্যপ্রাণীদের সংঘাত। এই সংঘাত এবং দুরত্বটুকু কাটিয়ে মানুষ ও বন্যপ্রাণীদের নিরাপদ আবাস্থল গড়ে তুলে প্রকৃতি ও পরিবেশবান্ধব গ্রাম গড়ে তুলতে চাই আমরা তরুণেরা।
সংগঠনের সদস্য মোক্তাদির আলী বলেন- গত মঙ্গলবার (১২ই জুলাই) সরকার বাজার থেকে গোরারাই রোডের চাঁনপুর গ্রামের রাস্তার দুপাশে, কবরস্থান এবং জামে মসজিদ সংলগ্ন ফাঁকা জায়গায় প্রায় অর্ধ শতাধিক নিম, অর্জুন ,কাঠগোলাপ, সুপারী ও ডালিম গাছ রোপণ করেছি।

সংগঠকরো জানান- এই সময় উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনে  উপদেষ্টা মোজাহিদ আলী। সদস্য- ইয়াহিয়া এহসান, আব্দুল অজুদ, মোক্তাদির আলী, কাশেম মিয়া, কিবরিয়া আহমেদ, হোসাইন আহমদ ইমরান, সাহেল মিয়া, সুলতান মিয়া, হোসাইন আলী, সাজুদ্দিন সাজু, সোহান আলী, ফাহিম মিয়া, জুয়েল মিয়া প্রমুখ।

উদ্যোক্তারা জানান- বন্যপ্রাণীর নিরাপদ আবাস ও পরিবেশ বান্ধব গ্রাম গড়তে তাদের কাজ ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়