নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে পরিবেশবান্ধব গ্রাম গড়ার প্রয়াস স্বপ্ন ছোঁয়ার যুবদের
পরিবেশবান্ধব গ্রাম গড়ার লক্ষ্যে তরুণদের বৃক্ষরোপন। ছবি- আই নিউজ
বন্যপ্রাণীর নিরাপদ আবাস ও পরিবেশবান্ধব গ্রাম গড়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের একদল তরুণ। একটি সুস্থ, সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে খলিলপুর ইউনিয়নের চানপুর গ্রামের এই তরুণদের সংগঠন ‘চাঁনপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন’।
সংগঠন সদস্য ইয়াহিয়া এহসান বলেন- সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি, শৃঙ্খলা, প্রাকৃতিক দুর্যোগ, রাস্তাঘাটসহ সকল প্রকার ভোগান্তির অবসান নিয়ে এতদিন কাজ করে আসছিলেন তারা। এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের জীবনযাত্রা ও শিক্ষার মান উন্নয়ন নিয়ে তারা কাজ করেছেন। শেষ দুইবছর ধরে তারা বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় মনযোগী হয়ে উঠেছেন।
সংগঠনের সদস্য হোসাইন আহমদ ইমরান বলেন- এক সময় গ্রামের বরাক নদীর তীর ধরে বেড়ে ওঠা গাছ এবং গ্রামের চার প্রান্তের ফলফলাদির বন ছিল নানান পাখিদের আবাস্থল। এখানে সকাল-সন্ধ্যার শুরুটা হতো পাখি, শেয়াল, মেছোবাঘ, বানর , বেজি সহ নানান বিরল প্রাণীদের অবাধ বিচরণে। কিন্তু অল্প কয়েকবছরের ব্যবধানে নিরাপদ আবাস্থলের সংকটে দিনদিন কমে আসছে বিরল এই প্রাণীদের অবাধ বিচরণ।
সংগঠনের সদস্য আব্দুল অজুদ বলেন- বেড়েই চলছে মানুষ ও বন্যপ্রাণীদের সংঘাত। এই সংঘাত এবং দুরত্বটুকু কাটিয়ে মানুষ ও বন্যপ্রাণীদের নিরাপদ আবাস্থল গড়ে তুলে প্রকৃতি ও পরিবেশবান্ধব গ্রাম গড়ে তুলতে চাই আমরা তরুণেরা।
সংগঠনের সদস্য মোক্তাদির আলী বলেন- গত মঙ্গলবার (১২ই জুলাই) সরকার বাজার থেকে গোরারাই রোডের চাঁনপুর গ্রামের রাস্তার দুপাশে, কবরস্থান এবং জামে মসজিদ সংলগ্ন ফাঁকা জায়গায় প্রায় অর্ধ শতাধিক নিম, অর্জুন ,কাঠগোলাপ, সুপারী ও ডালিম গাছ রোপণ করেছি।
সংগঠকরো জানান- এই সময় উপস্থিত ছিলেন স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনে উপদেষ্টা মোজাহিদ আলী। সদস্য- ইয়াহিয়া এহসান, আব্দুল অজুদ, মোক্তাদির আলী, কাশেম মিয়া, কিবরিয়া আহমেদ, হোসাইন আহমদ ইমরান, সাহেল মিয়া, সুলতান মিয়া, হোসাইন আলী, সাজুদ্দিন সাজু, সোহান আলী, ফাহিম মিয়া, জুয়েল মিয়া প্রমুখ।
উদ্যোক্তারা জানান- বন্যপ্রাণীর নিরাপদ আবাস ও পরিবেশ বান্ধব গ্রাম গড়তে তাদের কাজ ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’