মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৩৭, ২০ জুলাই ২০২৩
মৌলভীবাজারে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় অনুদান বিতরণ
অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন নেছার আহমদ এমপি। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে সমাজসেবা অধিদপ্তর কতৃক বাস্তবায়িত চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় এককালীন ৫ হাজার টাকা করে অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার (২০ জুলাই) প্রেমনগর চা বাগানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় মৌলভীবাজার সদরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এ সময় তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। সরকারি সুযোগ সুবিধা যাতে সমানভাবে সবাই পায় সেদিকে প্রধানমন্ত্রী সবসময় খেয়াল রাখছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোশারফ হোসেন টিটু।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেব নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন।
এ সময় তিনি বলেন, কাউকে পেছনে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
আজ প্রেমনগর চা বাগানের ৩৯৫ জন ও মৌলভী চা বাগানের ৫৬৩ জনকে এককালীন ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয় এবং পরবর্তীতে হামিদিয়া চা বাগানের ১৭২ জনকে অনুদান দেওয়া হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’