বিষ্ণু দেব, মৌলভীবাজার
আপডেট: ১৭:১২, ২৫ জুলাই ২০২৩
মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
বৃক্ষোরোপনের মধ্য দিয়ে পরিবেশমন্ত্রী বৃক্ষরোপন সপ্তাহের উদ্বোধন করেন। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপন ও বৃক্ষ মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।
মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সৈয়দা জহোরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন করেন পরিবেশমন্ত্রী মো. শাহাবুদ্দিন এমপি এবং মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ । ছবি- আই নিউজ
আলোচনা সভায় মন্ত্রী তার বক্তব্যে বলেন, জলাবায়ু ও উষ্ণতা নিয়ন্ত্রণে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে ২০ কোটি গাছ লাগানো হবে, এতে করে বৃষ্টি হবে ও উষ্ণতা কমবে। এছাড়াও পলিথিন বন্ধে নানা প্রদক্ষেপের কথা জানিয়ে বলেন উপকুলীয় অঞ্চলের ৮টি জেলার ৪০টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পর্যায়ক্রমে সারা দেশে করা হবে। এসময় তিনি বলেন এসডিজি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন গাছ কাটা যাবেনা, এটা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
এই বৃক্ষমেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ২২টি স্টল অংশগ্রহণ করেছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’