নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:১৯, ২৫ জুলাই ২০২৩
সারাদেশে পলিথিন নিষিদ্ধ করা হবে : মৌলভীবাজারে পরিবেশমন্ত্রী
মৌলভীবাজার পৌরসভার পলিথিনের হাট পরিদর্শনে পৌর মেয়রসহ পরিবেশমন্ত্রী ও নেছার আহমদ এমপি। ছবি- আই নিউজ
পরিবেশ দূষণ রোধ করতে পলিথিন নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, পলিথিন বন্ধে নানা পদক্ষেপে গ্রহণ করেছে মন্ত্রণালয়। উপকুলীয় অঞ্চলের ৮টি জেলার ৪০টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে পর্যায়ক্রমে সারাদেশে করা হবে। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পরিবেশ মন্ত্রী মঙ্গলবার (২৫ জুলাই) মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে পৌর পার্কে পলিথিন বর্জ্যের হাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
উল্লেখ্য, মৌলভীবাজার পৌরসভা প্লাস্টিক-পলিথিনমুক্ত করতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। কিনে নিচ্ছে বস্তার পর বস্তা পলিথিন ও প্লাস্টিক। প্রতি রোববার বিকাল সাড়ে ৩টায় বসে পলিথিন বেচাকেনার এই হাট। যে বর্জ্যগুলো সড়কে, বাজারে, মার্কেটে, বাসাবাড়িতে ময়লার ভাগাড় হিসেবে পড়েছিলো। যা শহরকে নোংরা করেছিলো। এই পলিথিন ও প্লাস্টিক ড্রেন ও কোদালিছড়া হয়ে যেতো নদীতে। শহরে জলাবদ্ধতা সৃষ্টি করতো। সেগুলো কিনে নিচ্ছে মৌলভীবাজার পৌরসভা- বলছেন উদ্যোক্তারা। বিগত রোববার (৯ জুলাই) বিকেলে মেয়র চত্বরে পলিথিন হাটের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ফজলুর রহমান।
মৌলভীবাজার পৌরসভার এই পলিথিন হাট নিয়ে পরিবেশ মন্ত্রী আই নিউজকে বলেন, এটা এক অনন্য উদ্যোগ। সারাদেশের সকল পৌরসভা মৌলভীবাজারকে অনুস্মরণ করতে পারে। আমরা এ ব্যাপারে উৎসাহিত করি। দেশকে পলিথিনমুক্ত করতে চাই। পরিবেশবান্ধব দেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।
এ সময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান সহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ সম্পর্কে মেয়র ফজলুর রহমান আই নিউজকে বলেন- পলিথিন হাটে বাসা-বাড়ি, দোকান, বেকারি ও রেস্টুরেন্টের পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, চকলেট-চুইনগামের প্যাকেট, শপিং ব্যাগ, বিভিন্ন জাতের প্লাস্টিকের বোতল ইত্যাদি ক্রয় করা হচ্ছে।
মেয়র ফজলুর রহমান আই নিউজকে বলেন- মৌলভীবাজার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে পচনশীল ও অপচনশীল বর্জ্য বাসা-বাড়িতেই পৃথকীকরণ করা হবে। অর্থাৎ পচনশীল বর্জ্য থাকবে একটা বিনে। অপচনশীল বর্জ্য থাকবে অপর বিনে। পৌরসভা থেকে ইতোমধ্যে ময়লার বালতি দেওয়া হয়েছে। আরেকটি বিন/বালতি দেওয়া হবে। নাগরিকেরা যেন এই কাজটি করেন সেজন্য আমরা সচেতনতামূলক ক্যাম্পেইন করেছি। লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও র্যা লি করেছি।
মেয়র বলেন- কেউ উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা, প্লাস্টিক-পিলিথিন ফেলতে পারবেনা। শহরকে দূষণমুক্ত করতে পৌরসভা প্লাস্টিক-পিলিথিন কিনে নিয়ে ডাম্পিং স্টেশনে রাখবে। কেউ যদি কিনে নেয় ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। আর ক্রেতা না পেলে পরিবেশসম্মত উপায় খুঁজে এগুলো বিনষ্ট করা হবে। এছাড়া পচনশীল বর্জ্য দিয়ে জৈবসার তৈরি করা হবে। বায়োগ্যাস তৈরি করা হবে। ২৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’