সাজু মারছিয়াং, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে ১৬২ ভূমিহীন পরিবার পেল জমিসহ নতুন ঘর

ছবি- সাজু মারছিয়াং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে আজ। এরই অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ১৬২টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর হস্তান্তর করেন।
বুধবার (৯ আগষ্ট) ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শহরের জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ' অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এই চতুর্থ পর্যায়ের ১৬২টি ঘরসহ এ পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় ৯৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি সহ ঘর প্রদান করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’