Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২, ১২ আগস্ট ২০২৩
আপডেট: ১১:১৩, ১২ আগস্ট ২০২৩

মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানায়’ রাতভর অভিযান, আটক ১০

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১০ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি।

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে ভোর রাতে অভিযান চালিয়ে ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয় বলে জানান মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান। এছাড়া তাদের সাথে ৩ শিশু রয়েছে।

তিনি বলেন, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। এ সময় ৯জনকে আটক করা হয়।

সরেজমিনে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের জুগি টিলায় অবস্থিত একটি বাড়িতে এ অভিযান শুরু হয়। শনিবার ভোরে কাউন্টার টেরোরিজম ইউনিটে অতিরিক্ত কমিশনার মো. আশরাফুজ্জামান ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সকালে সোয়াটের ২০/২২ জনের একটি দল অভিযানে যোগ দেন। 

এদিকে স্থানীয় বাসিন্দা ইয়াকুব আলী জানান, প্রায় এক মাস আগে ওই টিলায় প্রায় ১২ জন বহিরাগত লোক এসে বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন। নদী ভাঙনে বাড়িঘর চলে গেছে বলে এক দুবাই প্রবাসীর কাছ থেকে জায়গা কিনে বাড়ি করেন। তাঁরা এই এলাকায় অপরিচিত।

শনিবার পৌনে নয়টায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেক ঘটনাস্থল থেকে জানান, অভিযানে ৪ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়েছে।

আইনিউজ/উইএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়