Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৮, ১২ আগস্ট ২০২৩
আপডেট: ১২:১৯, ১২ আগস্ট ২০২৩

কুলাউড়ায় জঙ্গি: ইমাম মাহমুদের কাফেলা বানিয়েছিল তারা

সন্দেহজনক সেই বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি- আই নিউজ

সন্দেহজনক সেই বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের একটি বাড়িতে দীর্ঘ সময় শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৩ জন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে গ্রামের দুর্গম পাহাড়ে বাড়ি বানিয়ে আস্তানা গেড়েছিল এসব জঙ্গি। সেই আস্তানার সবাইকে নিয়ে তৈরি করা হয়েছিল ‘ইমাম মাহমুদের কাফেলা’। 

সর্বশেষ পাওয়া তথ্য মতে আজ শনিবার (১২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত এ জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে শিশু ও নারী সহ ১৩ জন আটক করেছে পুলিশ। যাদের ৩ শিশু, ৬ জন পুরুষ ও ৪ জন নারী। 

শুক্রবার রাত ৮টা থেকে মূলত জঙ্গি আস্তানা সন্দেহে কুলাউড়ার ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) আসার পর ভোররাত থেকে শুরু হয় অভিযান। ‘অপারেশন হিল সাইড’ নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযান চলে প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে। অভিযানে অন্তত ১৩ জনকে আটক করার খবর পাওয়া গেছে।

অভিযান এখনও চলছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। 

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে- কুলাউড়ায় আস্তানা তৈরি করা ‘জঙ্গিরা’ ‘ইমাম মাহদির কাফেলা’ নামক সংগঠনের সদস্য। সংগঠনটি দেশে নতুন কার্যক্রম শুরু করেছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়