আই নিউজ প্রতিবেদক
কুলাউড়ায় জঙ্গি আস্তানা: খবর শুনে হতভম্ব আটক শরিফুলের বড় ভাই
সিটিটিসির অভিযানে জঙ্গি সন্দেহে আটক শরিফুল মোড়ল। ছবি- আই নিউজ
আটরশি পীরের ভক্ত শরিফুল। প্রতিবছর আটরশির ওরশ শরীফে যেতেন। সেই সূত্রে যাদের সঙ্গে মিশে গিয়েছিলেন সেই প্রেক্ষিতে শনিবার জঙ্গি সন্দেহে মৌলভীবাজারের কুলাউড়া থেকে আটক হয়েছেন সাতক্ষীরার তালার এই শরিফুল। তাঁর সঙ্গে আটক হন তাঁর পরিবারের আরও দুই জন। অন্যদিকে জঙ্গি সন্দেহে তাদেরকে আটকের খবর শুনে হতভম্ব সাতক্ষীরায় থাকা শরিফুলের দরিদ্র পরিবারের সদস্যরা।
শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিটিটিসির এক অভিযানে মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড় থেকে শরিফুলদের আটক করে পুলিশ। তারা সাতক্ষীরার তালার উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামের মৃত ওমর শরীফুল ইসলাম মোড়ল (৪০), তার স্ত্রী আমিনা বেগম (৩৮) ও একমাত্র মেয়ে হাবিবা (২০)।
সূত্র জানায়, গত ২৫ জুলাই বাড়ি থেকে শরিফুল, তার স্ত্রী ও মেয়ে একসঙ্গে বের হন। তারপর থেকেই ভাইসহ পরিচিতজনদের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
গত শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযানে জঙ্গি সন্দেহে মৌলভীবাজার থেকে আটক হন ওই তিনজন। সরেজমিনে তালার খলিলগর ইউনিয়নের দক্ষিণ নলতা এলাকায় গিয়ে দেখা যায়, খুলনা-পাইকগাছা সড়কের পাশে শরিফুলের ছোট্ট একটি দোকানঘর।
স্থানীয়রা জানান, এই দোকানটিতে পরিবার নিয়ে বসবাসসহ সাইকেল মেরামতের কাজ করে সংসার চালাতেন শরিফুল। পাশেই মোড়ল পাড়া। সেখানেই শরিফুলের পৈতৃক ভিটা। শরিফুলের দুই ভাই সেখানেই বসবাস করেন।
তারা আরও জানান, গত ২৫ জুলাই স্ত্রী আমেনা বেগম ও মেয়ে হাবিবাকে নিয়ে জঙ্গী হিসাবে আটক জামাইকে জামিনে মুক্ত করতে সিরাজগঞ্জের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যান শরিফুল। তরপর থেকেই মোবাইল বন্ধ থাকায় শরিফুলের সাথে যোগাযোগ করতে পারেননি তারা।
শরিফুলের বড় ভাই নজরুল মোড়ল জানান, তারা খুবই গরীব ও নিরীহ প্রকৃতির মানুষ। তার ছোট ভাই শরিফুল সাইকেল মেরামতের কাজ করে সংসার চালান। কখনো খারাপ কোনো কাজের সঙ্গে জড়িত ছিলেন এমন কোন খবর তিনি কেন, এলাকার কোনো মানুষ দিতে পারবেন না। আপনারাই খোঁজ-খবর নিয়ে দেখুন। একই কথা পরিবারটির বাকি সদস্যদের।
তিনি বলেন, আটরশি পীরের ভক্ত শরিফুল। প্রতিবছর আটরশির ওরশ শরীফে যেতেন। তার সাথে স্থানীয়, এলাকাবাসীসহ মাঝে মধ্যে তিনিও যেতেন। তবে এটা কোনো রাজনৈতিক দল কিনা সেটার তার জানা নেই। তার ছোট ভাই জঙ্গি সদস্য হয়েছেন শুনে অবাক তিনি। এটা তারা বিশ্বাস করতে পারছেন না।পরিবারের বাকি সদস্যরাও হতভম্ব হয়ে পড়েছেন জঙ্গি সন্দেহে আটকের খবর শুনে।
তিনি আরও জানান, দুই বছর আগে জঙ্গি সন্দেহে সিরাজগঞ্জ থেকে আটক হন শরিফুলের একমাত্র মেয়ের জামাই অমিনুল ইসলাম শান্ত। বর্তমানে তিনি সিরাজগঞ্জ কারাগারে। তাকে আদালত থেকে জামিনে মুক্ত করতে সিরাজগঞ্জে যাচ্ছেন বলে বাড়ি থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে বের হন শরিফুল। গত শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশের সিটিটিসি ইউনিটের অভিযানে জঙ্গি সন্দেহে মৌলভীবাজার থেকে আটক হন তারা।
শরিফুলের প্রতিবেশী খলিলনগর ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক নারী ইউপি সদস্য ময়না বিবি জানান, টিভির খবরের মাধ্যমে তাদের আটকের খবরে শুনে রীতিমত হতবাক তিনি। শরিফুল খুবই শান্ত স্বভাবের ছেলে। রাস্তার পাশে একটি ঝুপড়ি ঘর বেঁধে স্ত্রী-সন্তানসহ সেখানেই বসবাস করেন এবং সাইকেল সারাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। শরিফুলের একমাত্র মেয়ের জামাই গত বছর জঙ্গী হিসাবে ধরা পড়লে ওই পরিবারে অন্ধকার নেমে আসে। তিনিসহ এলাকার সবাই জানেন, জামাইকে জামিনে মুক্ত করতে ১৫-১৬ দিন আগে একটি গরু বিক্রি ও জমির হারির প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে স্ত্রী-সন্তানসহ বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তারা আর বাড়িতে ফেরেননি।
সর্বশেষ গত শনিবার (১২ আগস্ট) সকালে পুলিশের সিটিটিসি ইউনিটের অভিযানে মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গী আস্তানা থেকে তাদের আটকের খবরে রীতিমত হতবাক হয়েছেন তিনিসহ এলাকাবাসী।
এর আগে গত বছরের ২০ নভেম্বর সিরাজগঞ্জ থেকে জঙ্গী হিসেবে আটক হয়েছিলেন শরিফুলের মেয়ের জামাই আমিনুল ইসলাম শান্ত। বর্তমানে তার স্বামী কারাগারে আছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল ইসলাম জানান, এ বিষয়ে এখনই কোন মন্তব্য নয়, তবে খবর পেয়ে তথ্যানুসন্ধানে নেমেছে পুলিশ। আটককৃতদের বিষয়ে ব্যাপক খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’