নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
কুলাউড়ায় আরও জঙ্গি আস্তানা খুঁজবে সিটিটিসি
মৌলভীবাজারের কুলাউড়ায় আটককৃত জঙ্গি সন্দেহে আটক ১৭ জনকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি)আভিযানিক দল। কুলাউড়ায় পাওয়া গেছে আরো জঙ্গি আস্তান। আগামীকাল মঙ্গলবার (১৫ আগস্ট) সেখানে অভিযান চালাবে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
আজ সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সাংবাকিদের ব্রিফ করেন। তিনি জানান আগামীকাল মঙ্গলবার অভিযান অব্যাহত থাকবে।
সিটিটিসি প্রধান জানান- আটককৃতরা নতুন জঙ্গি সংগঠনের সদস্য। এখানে তাদের দ্বিতীয় আরেকটি আস্তানা রয়েছে। গত শনিবার (১২ আগস্ট) অভিযান করে কর্মধা ইউনিয়নের জুগিটিলা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়। আজ স্থানীয় মানুষের সহযোগিতায় আরো ১৭ জনকে আটক করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের দ্বিতীয় আস্তানার খুঁজে অভিযান চলবে।
আটককৃতদের মধ্যে একজন ডাক্তার, দুইজন প্রকৌশলীও আছেন।
প্রেস ব্রিফিংকালে মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান ও কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক উপস্থিত ছিলেন।
সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আটককৃতরা জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম যে তাদের আরও আস্তানা এখানে আছে। এই ধারাবাহিকতা থেকে আজ তারা আস্তানা থেকে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাদের আটক করে। যেহেতু এখানে অনেক ডাক্তার-ইঞ্জিনিয়ার আছে তাদের আরও গভীর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যার কারণে আমরা আগামীকাল সকালে ওই এলাকায় আবার অভিযান চালাব। এখন পর্যন্ত অভিযানের স্বার্থে তাদের পরিচয় কিংবা অন্য কিছু নিশ্চিতভাবে বলা যাবে না।
এদিকে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, সোমবার সকাল ১০টার দিকে সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় সিএনজি চালকরা জঙ্গি সন্দেহে ১৭জনকে আটক করে। পরে কর্মধা ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়।
পরে স্থানীয় পুলিশ ও সিটিটিসিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ঘটনাস্থলে ছুটে যান। পরে রাতে সিটিটিসি ইউনিট এসে পৌঁছায়। এর আগে শনিবার (১২ আগস্ট) সকালে কর্মধা ইউনিয়নের বাইশালী টিলায় থাকা জঙ্গি আস্তানা থেকে নারী-পুরুষসহ ১০ জঙ্গিকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, সোয়াট ও পুলিশ।
আইনিউজ/ইউএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’