কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে দেশীয় অস্ত্র ও চোরাই মালামালসহ ২ জন আটক
ছবি- RMB
মৌলভীবাজারের কমলগঞ্জে দেশীয় অস্ত্র ও চোরাই মালামালসহ রাসেল মিয়া ও আমিনুল ইসলাম আল আমিন নামে দুই জনকে আটক করা হয়েছে। কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
শুক্রবার দিবাগত রাত ২৬ আগস্ট রাত ৪টার দিকে কমলগঞ্জ থানার চিৎলিয়া ও বড়গাছ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার এসআই নিয়াজ মাহমুদ আই নিউজকে জানান, গত ৩০ জুন কমলগঞ্জ উপজেলা পরিষদের সামনে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনা ঘটে। সেসময় কুরিয়ার সার্ভিস অফিসের সহকারী ম্যানেজার মওদুদ আহমেদ অজ্ঞাত লোকদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ এই চুরির রহস্য উদঘাটনে কাজ শুরু করে।
নিয়াজ মাহমুদ বলেন, আজ (শুক্রবার দিবাগত) রাতে গোপন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রথমে আলীনগর ইউনিয়নের চিৎলিয়া গ্রামের রাসেলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। রাসেলের বাড়িতে তল্লাশী করে চুরির কাজে ব্যবহৃত তালা ভাঙার রড,তরবারি, ছোড়া ও শাবল জব্দ করা হয়।
পরবর্তীতে রাসেলকে জিজ্ঞাসাবাদ করলে সে কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনায় জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করে। এসময় চোরাই মালামাল কমলগঞ্জ উপজেলার বড়গাছ এলাকার আল আমিনের কাছে রয়েছে বলে পুলিশকে জানায় রাসেল।
রাসেলের দেয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে কমলগঞ্জ থানাধীন সরইবাড়ি এলাকায় শ্বশুরবাড়ি থেকে আমিনুল ইসলাম ওরফে আল আমিনকে আটক করে পুলিশ। পরে আল আমিনের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি এবং আশেপাশে তল্লাশি করে চোরাই মালামালগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন চিৎলিয়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে মো. রাসেল মিয়া এবং পশ্চিম বড়গাছ গ্রামের জাফর আলীর ছেলে আমিনুল ইসলাম প্রকাশ ওরফে আল-আমিন।
আটককৃতদের হেফাজত থেকে ১টি HPV214A মডেলের সতেরো ইঞ্চি মনিটর, ১টি VALUE TOP, MODEL-VT-E160 সিপিইউ, ১টি Dahua, MODEL-DH-XVR1B08 সিসি ক্যামেরার ডিভিআর, ১টি TP-LINK, MODEL-ARCHER C20(US) ওয়াই-ফাই রাউটার, এবং বিভিন্ন পার্সেল সামগ্রী উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, আটককৃত ২ জন কুরিয়ার সার্ভিস অফিস থেকে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’