মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সমাজতান্ত্রিক ছাত্র
শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন বাসদ জেলা শাখার সমন্বয়ক এড. মঈনুর রহমান মগনু। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (২৭ আগস্ট) পৌরসভা মিলনায়তনে মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার সমন্বয়ক এড. মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, বাসদ জেলার সদস্য এড.আবুল হাসান, সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সমাজসেবী নজরুল ইসলাম কয়ছর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার জেলা শাখার সংগঠক লক্ষ্মণ অধিকারী হৃদয়, অভিভাবক খছরু মাহমুদ চৌধুরী।
নতুন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইশারাত জাহান রাইসা, প্রাপ্যজিৎ দাস প্রমুখ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যৎ জীবনে সমাজ পরিবর্তনের আন্দোলনে নিজেদের যুক্ত রাখার আহ্বান জানান।
এছাড়াও বক্তারা শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো, শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করা, ক্যাম্পাস-হোস্টেলে র্যাগিং বন্ধ করা, ক্যাম্পাসের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সহ শিক্ষার্থীদের সামগ্রিক দাবী পূরণের জন্য সরকারের কাছে আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সংবর্ধনা সনদ প্রদান করা হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’