রাজু দত্ত, কমলগঞ্জ
জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুর শ্লী-ল-তা-হা-নি-র অভিযোগ
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে জাম্বুরা খাওয়ানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুর শ্লী-ল-তা-হা-নি-র অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকার নইনারপার বাজারের পাশে এ ঘটনা ঘটেছে।
শিশুটির বাবা সোহেল মিয়া বলেন, ‘বিষয়টি প্রথমে আমার জানা ছিল না। পরে আমার স্ত্রীর আমাকে জানায় এলাকার ৭০ বছর বয়সী কবিরাজ নামে পরিচিত আলম আমার মেয়েকে জাম্বুরা খাওয়ার লোভ দেখিয়ে একটি কক্ষে নিয়ে তার শ-রী-রে-র বিভিন্ন স্থানে স্প-র্শ করে।
পরে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় বাজারে এলাকার ইউপি চেয়ারম্যার বিষয়টি সমাধান করে দিয়েছেন। আলম আর এমন কাজ করবেন না বলে সাদা কাগজে সাক্ষর দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমি এখানকার স্থানীয় বাসিন্দা নই। আমি মামলা-টামলা করলেও তা চালানোর মতো ক্ষমতা আমার নেই। যার কারণে স্থানীয় চেয়ারম্যান যে বিচার দিবেন, আমার মেয়ের হয়ে আমি সেই বিচার মেনে নেব। আমি বিচার আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিছি।’
ঘটনার ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আজীম উদ্দিন জানান, ‘জাম্বুরা খাওয়ানোর কথা বলে মেয়েটার সাথে ধ-স্তা-ধ-স্তি করে একটু আ-দ-র করেছেন আলম। এগুলো প্রমাণিত হয়েছে। আমরা স্থানীয়রা বিষয়টা নিয়ে আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারে বসেছিলাম। সেখানে চেয়ারম্যান আব্দাল হোসেন ও পুলিশের লোকও ছিল। সিদ্ধান্ত হয়েছে, এই এলাকায় (বাজারে) তিন মাসের জন্য আলম কবিরাজ আসতে পারবেন না। তিনি যে তাবিজ-কবজ দেন, এলাকায় সেটাও করতে পারবেন না।’
একটা শিশুকে রুমে আটকে তার শ-রী-রে-র গো-প-ন বিভিন্ন স্থানে স্প-র্শ করার প্রমাণিত হওয়ার পরও এ কেমন বিচার হল? প্রশ্নের জবাবে ইউপি সদস্য আজীম বলেন, ‘চেয়ারম্যান বাকিটা জানেন। আমি বলতে পারব না।’
এ বিষয় নিয়ে কথা বলতে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’