Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে ৮ লাখ টাকার জালনোট সহ একজন গ্রেফতার 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মৌলভীবাজারের শেরপুর থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার জালনোট শোহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে জালনোট সহ প্রতারক ব্যক্তিকে গ্রেফতার করে র‍্যাব-৯ সিলেট। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, জাল নোট প্রস্তুতকারী চক্রের কতিপয় অসাধু ব্যক্তি জাল টাকাসহ মৌলভীবাজার সদর থানার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান করছে এই খবর আসে র‍্যাব-৯ এর কাছে। খবর পেয়ে মঙ্গলবার রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ চক্রের একজন সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি কারিন্দ্র সরকার (৪৫) হবিগঞ্জের বানিয়াচংয়ের বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের ছেলে বলে জানিয়েছে র‍্যাব। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত টাকা থানায় হস্তান্তর করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়