পলি রানী দেবনাথ ও কলি রানী দেবনাথ
আপডেট: ১৭:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৩
আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল ডে অনুষ্ঠিত
স্কুল ডে`র অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিখন-শেখানো প্রক্রিয়ার সহপাঠক্রমিক কার্যাবলীর অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে দুইদিনব্যাপী ‘স্কুল ডে’ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রথমদিনের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান, বিজ্ঞান অলিম্পিয়াড, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশনা ও এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, সহপাঠক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশে সহায়ক হয়। শিক্ষার্থীরা সহপাঠক্রমিক কার্যাবলিতে অংশ নিলে তাদের দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক বিকাশ ঘটে। তারা বিভিন্ন ধরনের পরিবেশে মানিয়ে নিতে শেখে।
তিনি বলেন, সহপাঠক্রমিক কার্যাবলি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাইবা জামান সাবাহ ও তাহিয়া তাবাস্সুম ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার শিফট ইনচার্জ রোকসানা লস্কর।
আলোচনা সভা শেষে জাতীয় পর্যায়ে জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এসময় এসএসসি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, বইপড়া ক্লাব ও সক্রিয় নাগরিক ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবিত পরিবেশ উন্নয়ন, সুষ্ঠু নগর পরিকল্পনা প্রণয়ন, বিদ্যুৎ উন্নয়নসহ প্রভৃতি প্রকল্প ঘুরে দেখেন। প্রকল্পের বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক শিক্ষার্থীদের প্রশ্ন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন বুধবার (২৭ সেপ্টেম্বর) সাংস্কৃতিক উৎসব, বিতর্ক প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’