Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৮:১০, ২৭ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে জমজমাট নৌকাবাইচ, হাজারো মানুষের ঢল 

প্রতিযোগিতায় অংশ নেয়া হলুদ জার্সি পরিহিত একদল মাঝি। ছবি- আই নিউজ

প্রতিযোগিতায় অংশ নেয়া হলুদ জার্সি পরিহিত একদল মাঝি। ছবি- আই নিউজ

বুধবার সকাল থেকেই মৌলভীবাজার সদরের চাদনীঘাট ব্রীজ, শান্তিবাগের ওয়াকওয়ে, নদীর দুই পাড়ে সমবেত হচ্ছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। দুপুর দুইটার কিছু পরে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হতেই সমবেত মানুষের ঢল রূপ নেয় মহাসমাবেশের মতো।

হাজার হাজার মানুষে ছেয়ে যায় মনু নদের দুই পাড়। দীর্ঘদিন পর আবারও মনু নদীতে নৌকা বাইচ হওয়ায় খুশি স্থানীয়সহ আশপাশের লোকজন। 

নৌকাবাইচকে ঘিরে মনু নদীর দুই পাড়ে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন সকল বয়সের দর্শনার্থী। ছবি- হেলাল আহমেদ 


বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার কিছু পরে প্রধান অতিথি নেছার আহমদ এমপি নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। প্রথম পর্যায়ের বাইচে অংশ নেয় তিনটি নৌকা। এভাবে তিনটি নৌকা করে পরপর কয়েক রাউন্ড বাইচ করতে দেখা গেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বিভিন্ন দৌড়ের নৌকাগুলোকে। 

তবে এখনো মৌলভীবাজার পৌরসভা আয়োজিত এ নৌকাবাইচের বিজয়ীদের নাম জানা যায় নি। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের পর তা জানা যাবে। 

প্রথম রাউন্ডের রেস খেলে দ্বিতীয় রাউন্ড অংশ নিতে যাচ্ছেন তাঁরা। প্রথম রাউন্ডে জেতায় বাদ্য বাজিয়ে আনন্দ করছেন নৌকার সবাই। ছবি- হেলাল আহমেদ 


বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী এ নৌকাবাইচের আয়োজন করেছে মৌলভীবাজার পৌরসভা। দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর মেয়রের উদ্যোগে আবারও এই প্রতিযোগিতা ফিরে আসায় খুশি স্থানীয়রাও। তাছাড়া, এ বছর মৌলভীবাজারে শান্তিবাগস্থ মনু রিভার ওয়াকওয়ে হওয়ায় প্রতিযোগিতা দেখতে আসা লোকজনও জানিয়েছেন সন্তুষ্টির কথা। 

প্রতিযোগিতায় লড়ছে ৯টি নৌকা 
প্রতিযোগিতায় ৯-১০টি নৌকা অংশগ্রহণ করবে বলে জানালেও আজ প্রতিযোগিতায় একটি নৌকা অনুপস্থি্ত ছিলো। জেলার তিনটি এবং অন্যান্য এলাকা থেকে আসা ছয়টি মিলিয়ে মোট নয়টি নৌকা নিয়ে আয়োজিত হয়েছে আজকের নৌকাবাইচ প্রতিযোগিতা। 

নৌকাবাইচের প্রতিযোগিতায় অংশ নেয়া মাঝিদের গীতে মুখরিত ছিল আজকের মনু নদ। ছবি- হেলাল আহমেদ 


বুধবার নৌকাবাইচ শুরুর পর কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পুর সঙ্গে আলাপ করলে তিনি আই নিউজকে বলেন, আজকের এই আয়োজনে এতো মানুষের সমাগম দেখেই ভালো লাগছে। এটাই একটি প্রতিযোগিতার স্বার্থকতা। আমরা চার বছর পর আবারও মানুষকে গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলা ফিরিয়ে দেয়ার একটা চেষ্টা করেছি। সবাই তাতে খুশি। আমরাও খুশি। এখন থেকে প্রতিবছর জুলাই মাসে এই নৌকাবাইচ প্রতিযোগিতা করা হবে পৌরসভার উদ্যোগে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়