আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১৮:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩
শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে হ ত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
র্যাব-৯ এর হাতে আটকের পর হ ত্যা মামলার প্রধান আসামী ওসমান গনি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে চাঞ্চল্যকর ট্যুরিস্ট হ ত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯ সিলেট।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় র্যাব-৯ এর মিডিয়া অফিসার আব্দুল্লাহ আল নোমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, একাধিক আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত (৩০ সেপ্টেম্বর) রাত
সাড়ে বারোটার দিকে গাজীপুর জেলার শ্রীপুরের ধলাদিয়া বাজার এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আটক ব্যক্তির নাম ওসমান গনি (৩৪)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ থানার বচইড় (খলিল বাড়ী) এলাকার বাসিন্দা মো. ইসমাইল মিয়ার ছেলে।
গত ২৭ আগস্ট শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাশ কটেজের ৫ নম্বর কক্ষের চাঞ্চল্যকর এই হ ত্যা র ঘটনাটি ঘটে। ২৭ আগস্ট ৫ নম্বর কক্ষের বিছানার উপর থেকে শরীফুল ইসলাম (৪০) নামে এক জনের মাথা থেঁতলানো লা শ উদ্ধার করে পুলিশ। ঘটনায় নি হ ত শরীফুলের স্ত্রী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী এ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে ঘটনার মূল আসামীদের গ্রেফতার করতে ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা বাড়ায় র্যাব। সে ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় প্রধান আসামী ওসমান গনিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
-
শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে পর্যটকের মৃতদেহ উদ্ধার
-
শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টকে ২০ হাজার টাকা জরিমানা
ঘটনার বিবরণে জানা যায়, নি হ ত শরীফুল ইসলাম (৪০) একজন কার্টুন ব্যবসায়ী। গত ২৪ আগস্ট রাত তিনি এ ঘটনার অন্য আসামীদের সাথে বেড়ানোর জন্য ঢাকা থেকে শ্রীমঙ্গলে আসেন। পরে ২৫ আগস্ট তিনি তাঁদের সঙ্গে শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টে ওঠনে। ২৭ আগস্ট তাঁদের রিসোর্ট ত্যাগ করার থাকলেও দুপুর পর্যন্ত রুমের ভেতর থেকে কারো সাড়া না দেখে রিসোর্ট কর্মীরা রিসোর্ট কতৃপক্ষকে জানান।
পরে পুলিশকে তা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকল্প চাবি দিয়ে ৫ নম্বর রুমে ঢুকে শরীফুলের মাথা থেঁতলানো লা শ উদ্ধার করে। তল্লাশীর সময় পুলিশ ঘটনাস্থলের দক্ষিণ পাশের জঙ্গল থেকে থেকে হ ত্যা য় ব্যবহৃত একটি কাঠের টুকরা উদ্ধার করে।
গ্রেফতার হওয়া আসামী ওসমান গনিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’