শ্রীমঙ্গল প্রতিনিধি
চা শ্রমিকদের সঙ্গে আনন্দঘন দুই দিন কাটালেন ৩ ডান উন্নয়ন কর্মী
চা শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠানে এক ডাচ উন্নয়নকর্মী নারী। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের চা বাগানের শ্রমিকদের সাথে হেসে খেলে আনন্দে দুই দিন কাটালেন নেদাল্যান্ডের তিন উন্নয়নকর্মীসহ সিমাভীর কান্টি কর্ডিনেটর ও অনান্য কর্মকর্তারা। তারা মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে সিমাভী সংস্থার মাধ্যমে আইডিয়া ওয়াটার এইড পরিচালিত প্রকল্প পরিদর্শন করতে আসেন।
পরিদর্শনের সময় সময় তারা চা শ্রমিকদের জীবনমানের পরিবর্তন, অভ্যাসগত পরিবর্তন, স্বাস্থ্য সচেতনতা, নিরাপদ পানি পানসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষন করেন।পরে তারা শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানের নাট মন্দিরে সাথে ওয়াস ক্যাম্পেইনে অংশগ্রহন করে চা শ্রমিকদের সাথে ঝুমুর নৃত্যে ও ধামাইল পরিবেশনায় অংশ গ্রহন করেন।
সিমাভী কান্টি কোডিনেটর অলক কুমার মজুমদার ও বলেন, এসডিজি-৬ এর লক্ষমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় এ কাজ চলছে।
নেদারল্যান্ডস থেকে আগত সিমাভীর পরিচালক সাসকিয়া, ভারলী ও প্রোগ্রাম ম্যানেজার ইসিন বলেন, চা শ্রমিকরা খুবই সরল মানুষ। তাদের সুন্দর কিছু সংস্কৃতি রয়েছে। স্যানিটেশন সচেতনতায় তাদরে অগ্রগতি লক্ষনীয়। তবে তাদের নিয়ে আরো কাজ করার প্রয়োজন রয়েছে।
এ সময় ওয়াটারএইড এর বাংলাদেশ প্রজেক্ট কোডিনেটর কে এ আমিন, প্রজেক্ট ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’