নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ০০:১৫, ৫ অক্টোবর ২০২৩
ছয় চা শ্রমিক সন্তানের লেখাপড়ার দ্বায়িত্ব নিলেন শ্রীমঙ্গলের ইউএনও
ছবি- আই নিউজ
লেখাপড়া জীবন থেকে ঝরে যাওয়ার প্রাক্কালে ছয় চা শ্রমিক সন্তানের লেখাপড়ার দ্বায়িত্ব নিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজীব মাহমুদ মিঠুন।
তিনি বলেন- ‘আমি স্বপ্ন দেখি কোনো ছেলেমেয়ে লেখাপড়ার বাইরে থাকবেনা। এই ছয় শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ইউএনও হবে।’
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ আই নিউজকে বলেন- ছয় শিক্ষার্থীর একজন পুর্নিমা দোষাদ। তার মা খুবই অসুস্থ। স্কুল বন্ধ হলেই সে মাটি কাজ করে। বাবার সাথে সংসারের সহায়তা করে। পাশাপাশি ছোট বোনের লেখাপড়ার দ্বায়িত্ব পালন করে। আরেক শিক্ষার্থী তৃষা রবিদাশ। তার বাবা-মাও মাটির কাজ করে জীবিকা নির্বাহ করেন। এরকম ছয় শিক্ষার্থী লেখাপড়া জীবন থেকে ঝরে যাচ্ছিলো। যারা স্কুলের ফিস এবং লেখাপড়ার খরচ দিতে পারছিলো না। গত সপ্তাহে ডলুছড়ায় ফিল্ড পরিদর্শনে গিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে পড়ে। সাথে সাথে তিনি তাদের লেখাপড়া দায়িত্ব নেন।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন আই নিউজকে বলেন- ‘আজকে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা আমার অফিসে এসেছিলেন। তাদের স্কুলের ফিস-সহ অন্যান্য বকেয়াগুলো পরিশোধের ব্যবস্থা করেছি। আগামীকাল থেকে তারা ক্লাসে যাবে।’
আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন- ‘সরকার চায় কোনো শিক্ষার্থী লেখাপড়ার বাইরে থাকবে না। আমরা সেভাবে মাঠে কাজ করি।’
জানতে চাইলে তিনি বলেন- ‘আমি চলে গেলেও যিনি ইউএনও হিসেবে আসবেন তিনি নিশ্চয় এটা অব্যাহত রাখবেন। তাছাড়া লেখাপড়া করতে চাইলে সমাজের অনেকেই এগিয়ে আসেন। আমরা সকলকে নিয়ে অস্বচ্ছল সকল শিক্ষার্থীর দায়দায়িত্ব নিতে চাই।’
ছয় শিক্ষার্থীরা হলো- ১। ভূড়ভূড়িয়া চা বাগানের সৃষ্টি পাল সপ্তম শ্রেণী, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়। ২। বৃষ্টি পাল দশম শ্রেণী, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়। ৩। পুর্ণিমা দোষাদ, ৮ম শ্রেণী, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়। ৪। তৃষা রবি দাশ ৬ষ্ঠ শ্রেণী (নতুন) ৫। কেয়া রবি দাশ ৬ষ্ঠ শ্রেণী (নতুন ভর্তি ) ৬। সৌরভি মৃধা, একাদশ শ্রেণী, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’