Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:২৮, ৮ অক্টোবর ২০২৩

মৌলভীবাজারে ১০৩৬টি পূজা মণ্ডপে থাকবে সিসি ক্যামেরা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলায় এবছর শারদীয় দুর্গাপূজায় ১০৩৬টি স্থায়ী ও অস্থায়ী  পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

আজ রোববার (৮ অক্টোবর) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্গার পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিসি ক্যামেরা স্থাপন ও আইনশৃংখলা বিষয়ে আলোচনা হয়।   

জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মনজুর রহমান। 

বিজিবি, র‍্যাব ও আনসার ভিডিপি কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচনা হয় দুর্গাপূজায় আইনশৃংখলা রক্ষায় আইনশৃংখলা বাহিনী সর্বাত্মক সতর্ক থাকবে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃংখলা রক্ষাকারী সদস্য নিয়োগ করা হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় মণ্ডপ কমিটিকে সিসি ক্যামেরা রাখতে হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়