Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৮, ৯ অক্টোবর ২০২৩

মৌলভীবাজারে শিল্পকলা একাডেমির পুতুলনাট্য উৎসব অনুষ্ঠিত

পুতুল নাচ দেখাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা পুতুল শিল্পীরা। ছবি- আই নিউজ

পুতুল নাচ দেখাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা পুতুল শিল্পীরা। ছবি- আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী গণজাগরণের পুতুলনাট্য উৎসবের আওতায় মৌলভীবাজার সদরে দুইটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে পুতুলনাট্য উৎসব। উৎসবে পুতুল নাচ পরিবেশন করে  ব্রাহ্মণবাড়িয়া জেলার ঝুমুর বীণা পুতুলনাচের দল। 

মৌলভীবাজারের দুই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দি ফ্লাওয়ার্স কেজি এণ্ড হাই স্কুল ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। দি ফ্লাওয়ার্স কেজি এণ্ড হাই স্কুলের পুতুলনাট্য প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এবং আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয় স্কুলের হলরুমে। 

দুই দিনের পুতুল নাচের এ উৎসবে দুইটি স্কুলের ছাত্র-ছাত্রী, প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষক, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশিষ্ট লেখক আকমল হোসেন নিপু, নুরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি পান্না দত্তসহ বিভিন্ন ভিজুয়াল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

মৌলভীবাজারের পুতুলনাট্য উৎসবে হলভরা দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবি- আই নিউজ 


এছাড়াও, বিভিন্ন সাংস্কতিক সংগঠনের ব্যক্তিবর্গ সৈয়দ সলমান আলী, কয়ছর আহমেদ, নির্বেন্দু নির্ধুত তপু, ম্যাজিক মোহন, প্রদীপ চন্দ্র নাহা, রণজিত দত্ত জনিসহ প্রায় সহস্রাধিক দর্শক এই পুতুল নাচের প্রদর্শনী স্বতঃস্ফূর্ত উপভোগ করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়