Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

জাবেদ ভূঁইয়া, মৌলভীবাজার 

প্রকাশিত: ১৯:০২, ১৮ অক্টোবর ২০২৩
আপডেট: ২২:৫৮, ১৮ অক্টোবর ২০২৩

‘মৌলভীবাজার শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা’ পাচ্ছেন ১৪ ব্যক্তি

মৌলভীবাজার শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননার জন্য নির্বাচিত ব্যক্তিরা।

মৌলভীবাজার শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননার জন্য নির্বাচিত ব্যক্তিরা।

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা পাচ্ছেন  ১৪ জন ব্যক্তি ও একটি সংগঠন। আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এ গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান হবে জেলা শিল্পকলা একাডেমি ভবনে।

জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো. মনজুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ। 

স্থান : মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। 
সময় : সন্ধ্যা ৬.৩০টা।

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি গুণীজন ২০১৯

সৃজনশীল সংস্কৃতি গবেষক সৈয়দ মোহিবুল আমীন,  নাট্যকলায় নাট্যকার আব্দুল মতিন, কণ্ঠসংগীতে তৃপ্তা চক্রবর্তী, লোকসংস্কৃতিতে রামকৃষ্ণ সরকার, আঞ্চলিক সৃজনশীল সংগঠক হিসেবে কমলকলি চৌধুরী রকেট। 

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি গুণীজন ২০২০

লোকসংস্কৃতিতে গীতশ্রী চন্দ্রমোহন সিংহ, নাট্যকলায় মীর লিয়াকত আলী, কণ্ঠসংগীতে গৌরহরি চ্যাটার্জি, চলচ্চিত্রে গোলাম কবির ও সৃজনশীল আঞ্চলিক সংগঠন হিসেবে ঐক্যতান শিল্পী গোষ্ঠী। 

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি গুণীজন ২০২১

মো. সিরাজ উদ্দিন, নাট্যকলায় তপন চৌধুরী, নৃত্যকলায় প্রদীপ চন্দ্র নাহা, কণ্ঠসংগীতে আয়াজ বাঙ্গালী ও স্থিরচিত্র শিল্পী হিসেবে  (ফটোগ্রাফি) রণজিৎ দত্ত জনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়