নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৫:৫৫, ২৯ অক্টোবর ২০২৩
হরতাল মুক্ত মৌলভীবাজারে যান চলাচল স্বাভাবিক
মৌলভীবাজার রোববার সারাদিন স্বাভাবিক ছিলো যান চলাচল। ছবি- আই নিউজ
মৌলভীবাজার জেলা সদরে নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের ডাক দিলেও মৌলভীবাজারে এর প্রভাব পড়ে নি তেমন একটা। সকাল থেকেই জেলা সদরের বিভিন্ন সড়কে যান চলাচল করতে দেখা গেছে স্বাভাবিক ভাবেই। শহরের কোথাও পিকেটিং বা নাশকতার খবরও পায় নি পুলিশ।
মৌলভীবাজার সকালে সরেজমিনে শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্বাভাবিক যান চলাচলের চিত্র দেখা যায়। অন্য দিনের মতোই সকাল দশটার পর থেকে সড়কে দেখা গেছে গাড়ি চলাচলের ব্যস্ততা। তবে, নিরাপত্তার কথা বিবেচনায় রেখে শহরে মোতায়েন করা হয়েছে আরো পুলিশ সদস্য। শহরের বিভিন্ন সড়কে, পয়েন্টে সতর্ক অবস্থানে আছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রোববার সড়কে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মৌলভীবাজার রোববার সারাদিন স্বাভাবিক ছিলো যান চলাচল। ছবি- আই নিউজ
তবে, রোববার মৌলভীবাজারে দূরপাল্লার বাসের চলাচল ছিল তুলনামূলক কম। সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস বাস চলাচল না করায় এদিন সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন কিছু সংখ্যক মানুষ। সকালে সদরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়েও দেখা মেলেনি দূরপাল্লার কোনো বাসের। সেখানে অপেক্ষা করতে দেখা গেছে অনেক যাত্রীকে। বাস না পেয়ে বিকল্প উপায়ের আশায় অপেক্ষায় তারা।
এদিকে, বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে শহরে সব ধরনের অপতৎপরতা রুখতে মাঠে আছেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার সকাল ১০টা থেকে শহরের ব্যস্ততম সড়ক সেন্ট্রাল রোডে সাধনা ঔষধালয়ের সামনে ভিড় করতে দেখা গেছে আওয়ামী নেতাকর্মীদের। এ জায়গায় শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেন তারা। পাশাপাশি নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয় সকল ধরনের নাশকতার ব্যাপারে সজাগ থাকতে।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’