মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৩৯, ২৯ অক্টোবর ২০২৩
মৌলভীবাজার সদর ও রাজনগরের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড

মৌলভীবাজার-৩ সংসদীয় আসনের এমপি নেছার আহমদ। ছবি- আই নিউজ
হাওর, নদী, চা বাগান, সমতল ঘেরা মৌলভীবাজার বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন যাত্রায় পিছিয়ে নেই এই জেলা।
মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ সংসদীয় আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য ত্যাগী, জনবান্ধব, মাটি ও মানুষের নেতা নেছার আহমদ এমপি। তিনি পরীক্ষিত একজন সৎ রাজনীতিবিদও। এবার চলুন দেখি এই সংসদীয় আসনের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড।
মৌলভীবাজারবাসীকে মনু নদীর ভাঙ্গণ ও বন্যা থেকে পরিত্রাণ দিতে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে মনু নদীর প্রকল্পের কাজ চলমান।
মৌলভীবাজার জেলায় নির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস।
মৌলভীবাজার ও রাজনগর উপজেলার সংক্ষিপ্ত উন্নয়ন চিত্র
১. প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে মনু নদীর ভাঙ্গণ থেকে মৌলভীবাজার সদর, রাজনগর ও কুলাউড়া উপজেলা রক্ষা প্রকল্প।
২. রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ।
৩. মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তৃতীয় ও চতুর্থ তলা ভবন সম্প্রসারণ।
৪. আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ
৫. মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি নির্মাণ।
৬. রাজনগর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন কাজ
৭. মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ কাজ।
১৬. মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ।
১৭. মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা ভবন নির্মাণ।
১৮. রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ।
৮. মৌলভীবাজার জেলা সরকারি গ্রন্থাগার ভবন নির্মাণ।
৯. মৌলভীবাজার সদর টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ।
১০. রাজনগর টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ।
১১. মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনিক ভবন সম্প্রসারণ।
১২. রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ।
১৩. ঐছতগঞ্জবাজার নিমার্ণ। ব্যয় : ২ কোটি টাকা ৪৬ লাখ।
গুরুত্বপূর্ণ ব্রিজ-সেতু-কালভার্ট ও সড়ক উন্নয়ন
- প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে মৌলভীবাজার-শমশেরনগর-চাতলা চেকপোস্ট সড়কের উন্নয়ন
- গোরারাই-কেশবচর রাস্তার ২২০০মিটার চেইনেজে বরাক নদীর উপর ৯৬মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ ।
- প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন।
- প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়ক উন্নয়ন।
- প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ওয়াপদা থেকে চৌমোহনা-চাঁদনীঘাট হয়ে কদমহাটা-মনসুরনগর হয়ে চৌধুরীবাজার-মুন্সিবাজার-ব্রাহ্মণবাজার সড়ক উন্নয়ন।
১৪. প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে মৌলভীবাজার কুলাউড়া আরএইচডি (চাঁদনীঘাট)-সিলেট-ঢাকা আরএইচডি (কামালপুর) এবং কুচারমহল-দিঘিরপাড়-কাগাবালা ২০ কি. মি. সড়ক পূনর্বাসন। ওয়াপদা পয়েন্ট থেকে কোদালিপুল এবং বড়হাট থেকে জুগিডর আরসিসি ড্রেন।
১৫. মিলনপুর উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন (সাতবাক-শমসেরগঞ্জ সড়ক) ৫৫০মিটার চেইনেজে গোপলা নদীর উপর ৯০মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ, ব্যয় প্রায় ৯.২০ কোটি টাকা।
১৬. বুদ্ধিমন্তপুর-হাজিরবাজার আমতৈল রাস্তার ২৬৭০মিটার চেইনেজে ২৭মিঃ দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ, ব্যয় প্রায় ২.০০ কোটি টাকা।
১৭. শাহবন্দর-দিঘীরপাড়-শমসেরগঞ্জ এবং সরকারবাজার-গুরারাইবাজার-গোপলাবাজার ১৩ কি. মি. সড়ক পূনর্বাসন। ব্যয় প্রায় ৮.৪০ কোটি টাকা।
১৮. মৌলভীবাজার নারাইনপাশা বাজার ভায়া গোবিন্দপুর জিসি সড়ক ১৬.৯৬০ কি.মি. রক্ষণাবেক্ষণ।
১৯. অফিস বাজারে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২তলা মার্কেট ভবন নির্মাণ কাজ, ব্যয় প্রায় ৩.০০ কোটি টাকা।
২০. হলদিগুল-কালারবাজার ১৯ কিলোমিটার রক্ষণাবেক্ষণ কাজ, ব্যয় প্রায় সাড়ে ৫ কোটি টাকা।
২১. চাঁন্দভাগ আমিনাবাদ রাস্তার উপর ১৫ মিঃ ব্রীজ নির্মাণ। ব্যায়া-২,০০০০০০০, ০০ কোটি টাকা।
২২. মুন্সিবাজার- মোকামবাজার ভায়া সোনাটিকি রাস্তা রক্ষণাবেক্ষণ ১০কিঃ মিঃ। ব্যায়ঃ-২,৫০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
২৩. মিয়ারকান্দি-মেদেনীমহল-হারুন মার্কেট রোড উন্নয়ন। ব্যায়-২,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
২৪. অন্তহরি বাজার কাশিমপুর বাজার ওয়াপদা বাধের সড়ক (আরসিসি দ্বারা উন্নয়ন। ব্যায়ঃ-২,০০০০০০০, ০০ কোটি টাকা (মাত্র)।
২৫. রাজনগর বালাগঞ্জ (বিশাইর দোকান) খুবজার রোড উন্নয়ন। ব্যায়ঃ-৩,০০০০০০০০০ কোটি টাকা ( মাত্র)।
২৬. আরএইচডি গৌবিন্দবাটি- চৌধুরীবাজার- ঐছতগঞ্জবাজার পাচগাঁও ইউপি অফিস রোড রক্ষণাবেক্ষণ ১০ কিঃ মিঃ। ব্যায়- ১,৫০০০০০০, ০০ কোটি টাকা (মাত্র)।
২৭. আরএইচডি সরকারবাজার রাস্তা ৫ কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়ঃ-২,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
২৮. দেওয়ানদিঘী- পালপুর তারাপাশা শমসেরনগর রাস্তা ১০ কিঃ মিঃ রক্ষণাবেক্ষণ। ব্যায়ঃ-২,০০০০০০০. ০০ কোটি টাকা (মাত্র)।
২৯. টেংরা কর্ণিগ্রাম রাস্তা ৩.৫কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়ঃ-১,০০০০০০০. ০০ কোটি টাকা (মাত্র)।
৩০. মুন্সিবাজার- ফুলেরতল রাস্তা ৩কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়ঃ ২,৫০০০০০০০০ কোটি টাকা ( মাত্র)।
৩১. লোহানী মুন্সিবাজার রাস্তা ৯কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়ঃ-৬,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৩২. ইটা টি মুন্সিবাজার ইউপি আকলের বাজার রাস্তা ৮ কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়ঃ-৪,৫০০০০০০. ০০ কোটি টাকা ( মাত্র)।
৩৩. ইটা টি গাজীরবাজার ভায়া পাঁচগাঁও ইউপি অফিস ৭ কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়ঃ-৩,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৩৪.চৌধুরীবাজার- টেংরা রাস্তা ৩.৫০ কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়ঃ-১,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৩৫. রাজনগর টেংরা রাস্তা ২.৬০০ কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়ঃ-২,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৩৬. রাজনগর কর্ণিগ্রাম রোড ২২০০ কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়ঃ-২০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৩৭. আরএইচডি পশ্চিম কদমহাটা সালামতগঞ্জ বাজার উন্নয়ন ৬ কিঃ মিঃ। ব্যায়ঃ-২,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৩৮. মহলাল মেহেরুননেসা রাস্তা উন্নয়ন ৪.৫০ কিঃ মিঃ ব্যায়ঃ-৩,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৩৯. চাটুরা কোনাগাঁও রাস্তা উন্নয়ন ৪ কিঃ মিঃ। ব্যায়-১,০০০০০০০, ০০ কোটি টাকা (মাত্র)।
৪০. আরএইচডি মহলাল গরুর হাট রাস্তা ৩ কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়-১,৫০০০০০০০০ কোটি টাকা ( মাত্র)।।
৪১. মুন্সিবাজার ধলাইয়ের মুখ ২.৬০০ কিঃ মিঃ উন্নয়ন। ব্যায়-১,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৪২. আরএইচডি মালিকোনা রাস্তা উন্নয়ন ১.৫০ কিঃ মিঃ। ব্যায়ঃ- ১,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৪৩. আরএইচডি ভাঙ্গারহাট রাস্তা উন্নয়ন ২.৫০ কিঃ মিঃ। ব্যায়ঃ-২,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৪৪. আরএইচডি কাচাড়ী পণ্ডিতনগর রাস্তা উন্নয়ন ৪ কিঃ মিঃ। ব্যায়ঃ-২,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৪৫. দেওয়ানদিঘী- পালপুর একামধু রাস্তা উন্নয়ন ২.৬০০ কিঃ মিঃ ব্যায়ঃ- ১,০০০০০০০০০ কোটি টাকা (মাত্র)।
৪৬. চৌধুরী বাজার ভুজবল রাস্তা উন্নয়ন ২ কিঃ মিঃ। ব্যায়ঃ-১,৫০০০০০০০০ কোটি টাকা (মাত্র)
- প্রায় ৩২ কোটি টাকা টাকা ব্যয়ে ছোট নদী, খাল ও জলাশয় খনন প্রকল্প।
গত ৫ বছরে উন্নয়ন হয়েছে যেসব উচ্চ বিদ্যালয়ে
১. ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের (২য়, ৩য় ও ৪র্থ তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ।
২. রায়পুর উচ্চ বিদ্যালয়ের (২য়, ৩য় ও ৪র্থ তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ।
৩. আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের (২য় ও ৩য় তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ।
৪. বাউরবাগ রমিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের (২য় ও ৩য় তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ।
৫. হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবণ নির্মাণ কাজ ।
৬. এম ইসরাইল এ এম আমির উচ্চ বিদ্যালয় এর ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ।
৭. আমতৈল উচ্চ বিদ্যালয়ের (২য়, ৩য় ও ৪র্থ তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ।
৮. দি ফ্লাওয়ার্স কে. জি এন্ড হাই স্কুল এর ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ।
৯. সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ।
১০. ভাদগাঁও তাহেরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ ।
১১. সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় এর ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ ।
১২. মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ৪তলা ভীত বিশিষ্ট ২তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ
১৩. মাইজপাড়া দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ।
১৪. বড়কাপন মহিলা দাখিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ।
১৫. শান্তকুল উচ্চ বিদ্যালয়ের (২য়, ৩য় ও ৪র্থ তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ। ১৬. চৌধুরী আছিয়া রহমান একাডেমির (২য় ও ৩য় তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ।
১৭. সোনাপুর উচ্চ বিদ্যালয়ের (২য় ও ৩য় তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ
১৮. পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের (২য় ও ৩য় তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ।
১৯. তারাপাশা উচ্চ বিদ্যালয়ের (২য়, ৩য় ও ৪র্থ তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ।
২০. আলহাজ্ব আব্দুল মুক্তাদির একাডেমির ৪তলা ভিত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ।
২১. শহীদ সূদৰ্শন উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভীত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ। হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয় এর ৪তলা ভীত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ। বিমলাচরণ উচ্চ বিদ্যালয় এর ৪তলা ভীত বিশিষ্ট ৪তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ । খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয় এর ৪তলা ভীত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ। শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয় এর চমতলার আনুভুমিক ও ২য় তলার) উর্দ্ধমুখী সম্প্রসারণ।
হরতাল মুক্ত মৌলভীবাজারে যান চলাচল স্বাভাবিক
বিএনপির ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজার যুবলীগের সমাবেশ
- গত ৫ বছরে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় প্রায় ৮০টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ।
- মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় প্রায় ১৫১৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে দুই শতক জমিসহ প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণের ঘর নির্মাণ।
- মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন।
- মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় প্রায় ৩৫০০ পরিবার এবং মসজিদ-মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানে ডিপ টিউবওয়েল স্থাপন।
- প্রায় ৩৬টি গ্রামে সুপেয় পানি নিশ্চিতে কমিউনিটিভিত্তিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন।
এছাড়াও প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে।
তথ্যসূত্র : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ (সওজ), গণপুর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা অধিদফতর, যুব উন্নয়ন অধিদপ্তর, সদর ও রাজনগর উপজেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদফতর, ইসলামিক ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট দফতর।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’