সাইফুল ইসলাম সুমন, জুড়ী
জুড়ীতে আ. লীগের শান্তি মিছিল: হরতালে মাঠে ছিল না বিএনপি-জামায়াত
শান্তি সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির সমাবেশে বাঁধা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশব্যাপী রোববার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচির ডাক দেয় বিএনপি। একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীও হরতালের ডাক দেয়। বিএনপি জামায়াত হরতালের ঘোষণা দিলেও মৌলভীবাজার জেলার জুড়ীতে মাঠে ছিল না বিএনপি জামায়াতের নেতাকর্মীরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল সন্ধ্যা হরতাল হলেও কোথাও এ দুই দলের নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায়নি।
হরতালের কর্মসূচি দিয়ে বিএনপি জামায়াত মাঠে না থাকলেও সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ ছিল সতর্ক অবস্থানে। এদিকে বিএনপির হরতাল প্রত্যাখান করে উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও মিছিল করেছে।
রোববার দুপুরে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু।
-
হরতাল মুক্ত মৌলভীবাজারে যান চলাচল স্বাভাবিক
-
জুড়ীতে জামায়াতের জেলা আমীর মাওলানা আব্দুর রহমান গ্রেফতার
এ ছাড়াও শান্তি সমাবেশ ও মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত জুড়ী শহর ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। শহর সহ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও দোকানপাট খোলা ছিল। দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজি সহ অন্যান্য যানবাহনের চলাচল ছিল।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’