রুপম আচার্য্য
শ্রীমঙ্গলে স্কুল শিক্ষার্থীদের হাত ধোয়া কর্মসূচি পালিত
বিশ্ব হাত ধোয়া দিবসে হাত ধৌত করছেন স্কুল শিক্ষার্থীরা। ছবি- আই নিউজ
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস ২৩ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আইডিয়া ও ওয়াটারএইড-এর সহযোগিতায় হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে আলোচনা সভা ও স্কুল প্রাঙ্গণে হাত ধোয়া কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাঁও ইউপি চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্ত, আইডিয়ার প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, মানেজিং কমিটির সদস্য শ্রী দিলীপ, ইউনিয়ন ফ্যাসিলিটেটর সাহেদ আহমেদ প্রমুখ।
দিবস উপলক্ষে এর আগে উপজেলার রাজঘাট ইউনিয়নের রাজঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লালটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং রাজঘাট ইউনিয়নের হুগলীছড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হাত ধোয়া কর্মসূচি পালিত হয়।
এবারের বিশ্ব হাত ধোয়া দিবস -২৩ এর প্রতিপাদ্য বিষয় “পরিস্কার হাত নাগালের মধ্যে” অন্যদিকে জাতীয় স্যানিটেশন মাস ২০২৩ এর প্রতিপাদ্য বিষয় “সকলের জন্য স্যানিটেশন নিশ্চিত হোক উন্নত জীবন” অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহনে ওয়াশ চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা, হাত ধোয়া কার্যক্রম এবং ওয়াশ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রতিটি বিদ্যালয়ে ২টি করে গ্রুপে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়, এবং সকল অংশগ্রহকারীদের সান্তনা পুরুস্কার প্রদান করা হয়। ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ, পঞ্চায়েত, শিক্ষার্থী, স্কুল ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ, স্থানীয় চা শ্রমিকবৃন্দসহ মহিলা পুরুষ মিলে প্রায় ৮ শতাধিক মানুষের উপস্থিতিতে পালিত হয় দিবসটি।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও সকল অংশগ্রহনকারীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক দলের পরিবেশনায় ওয়াশ বিষয়ক পালাগান (ক্যাম্পেইন)-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকল শিক্ষার্থী পালাক্রমে হাত ধোয়ার অনুশীলন করেন।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’