মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ঢাকা-সিলেট রোডে টায়ার পুড়িয়ে বিএনপির বিক্ষোভ
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। ছবি- আই নিউজ
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচি কার্যকর করতে মৌলভীবাজারে ঢাকা-সিলেট আন্তঃমহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন মৌলভীবাজার বিএনপির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের অংশের বিভিন্ন জায়গায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। এ তে সড়ক দিয়ে বেশকিছু সময় যান চলাচল বন্ধ ছিল।
মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দল নামের একটি ফেসবুক পেজে বিএনপির এই অবরোধের বিভিন্ন ছবি ও বিক্ষোভের ভিডিও প্রকাশ করতে দেখা গেছে। এতে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের একটি জায়গায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করছেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জি এম এ মুক্তাদির রাজু, কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক শামীম আহমদ, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, যুবদল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুহিত, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল বলেন, মামলা, হামলা হত্যা, নির্যাতন করে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনকে এই গণবিরোধী সরকার কিছুতেই দমাতে পারবে না। বিএনপির ডাকা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে দেশের জনসাধারণের সমর্থন রয়েছে।
জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বলেন, আমরা এখন চুড়ান্ত আন্দোলন সংগ্রামে আছি। অভিষ্ট লক্ষ্যে পৌছানো না পর্যন্ত আমাদের গনতান্ত্রিক আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। সফল না করে আমরা ঘরে ফিরবো না। মামলা হামলা নির্যাতন করে বিএনপির লাখ লাখ নেতাকর্মীদের রাজপথ থেকে সরানো যাবে না।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’